11 হাজার টাকা থেকে শুরু হচ্ছে Smart TV এর দাম, Amazon সেলে এই 5 টিভিতে দেদার ছাড়

HIGHLIGHTS

আপনি যদি নতুন Smart TV কেনার কথা ভাবছেন, তবে Amazon Prime Saving on Smart TV সেলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ

এই সেলে স্মার্ট টিভির দাম মাত্র 11,000 টাকা থেকে শুরু হচ্ছে

এই সেল চলাকালীন একাধিক ব্র্যান্ডের স্মার্ট টিভি মডেলে দেদার ছাড় দেওয়া হচ্ছে

11 হাজার টাকা থেকে শুরু হচ্ছে Smart TV এর দাম, Amazon সেলে এই 5 টিভিতে দেদার ছাড়

আপনি যদি নতুন Smart TV কেনার কথা ভাবছেন, তবে Amazon Prime Saving on Smart TV সেলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। এই সেল চলাকালীন একাধিক ব্র্যান্ডের স্মার্ট টিভি মডেলে দেদার ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া কুপন এবং ব্যাঙ্ক অফারে গ্রাহকরা আরও সস্তা দামে স্মার্ট টিভি কিনতে পারবেন। এই সেলে স্মার্ট টিভির দাম মাত্র 11,000 টাকা থেকে শুরু হচ্ছে।

Acerpure Elevate Featherlite Series

বাজেট সেগামেন্টে acerpure এর 32-ইঞ্চি টিভি মাত্র 11,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে RBL ব্যাঙ্ক অফারের সাথে এই টিভির দাম 11,099 টাকা হয় যাবে।

আরও পড়ুন: iQOO Z10 Lite 5G ফোনের স্পেসিফিকেশন লঞ্চের আগেই নিশ্চিত, দাম হবে 10 হাজারের কম

Samsung Vision AI 4K Ultra HD QLED TV

স্যামসাং কোম্পানির 43-ইঞ্চি টিভি এই সেলে 39,990 টাকায় লিস্ট করা। ব্যাঙ্ক অফারের পর এটি মাত্র 38,740 টাকা হয় যাবে।

Smart TV sale on Amazon

TCL Metallic Bezel Less Series Smart TV

টিসিএল কোম্পানির 55 ইঞ্চির মেটালিক বেজেল লেস সিরিজ স্মার্ট টিভি অ্যামাজন সাইটে 29,990 টাকায় লিস্ট করা। কুপর অফারে এই টিভিতে 1500 টাকার ছাড় পেতে পারেন গ্রাহকরা। এছাড়া Axis কার্ড পেমেন্টে করলে 7.5 শতাংশ যা 1250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে। এই স্মার্ট টিভির দাম কমে হয় যাবে 28,740 টাকা।

Hisense E7Q Series 4K Ultra HD TV

হিসেন্স কোম্পানির 43-ইঞ্চির টিভির দাম 27,999 টাকা রাখা হয়েছে। কুপন এবং ব্যাঙ্ক অফার মিলিয়ে মোট 2250 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে এটি 25,749 টাকায় কেনা যাবে।

Sony Bravia 2M2 Series Smart TV

আপনি যদি প্রিমিয়াম সেগামেন্টের টিভি কিনতে চান, তবে সোনির 75-ইঞ্চির টিভি একটি ভাল বিকল্প হতে পারে। এই টিভি 1,30,990 টাকা দামে লিস্ট করা। গ্রাহকরা HSBC ক্রেডিট কার্ডে 7.5 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যা 1500 টাকা পর্যন্ত কম হবে। যার পরে টিভির দাম কমে হয় যাবে 1,29,490 টাকা।

আরও পড়ুন: ধামাকা অফার: পুরো 14000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা সহ Samsung এর 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo