iQOO Z10 Lite 5G ফোনের স্পেসিফিকেশন লঞ্চের আগেই নিশ্চিত, দাম হবে 10 হাজারের কম

HIGHLIGHTS

iQOO Z10 Lite 5G ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে

লিক রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইস 10,000 টাকার কম দামের সাথে বাজারে আসতে পারে

কোম্পানি আপকামিং আইকিউ জি১০ লাইট ফোনের লঞ্চের আগেই ব্যাটারি সহ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিতে শুরু করে দিয়েছে

iQOO Z10 Lite 5G ফোনের স্পেসিফিকেশন লঞ্চের আগেই নিশ্চিত, দাম হবে 10 হাজারের কম

iQOO Z10 Lite 5G ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। জে১০ সিরিজের আওতায় আসা আইকিউ জি১০ লাইট ফোনটি 18 জুন ভারতে আসছে। কোম্পানি আপকামিং আইকিউ জি১০ লাইট ফোনের লঞ্চের আগেই ব্যাটারি সহ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিতে শুরু করে দিয়েছে। পাশাপাশি, লিক রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইস 10,000 টাকার কম দামের সাথে বাজারে আসতে পারে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ জি১০ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন কেমন হবে।

iQOO Z10 Lite 5G ফোনের স্পেসিফিকেশন যা কোম্পানি নিশ্চিত করেছে

ফিচারের কথা বললে, কোম্পানি নিশ্চিত করেছে যে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ব্যাটারি। এতে 6000mAh এর ব্যাটারি দেওয়া হবে। এটি এই সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন হবে। এত বড় ব্যাটারিকে চার্জ করতে পুরো দিনের ব্যাকআপ দেওয়া দাবি করেছে কোম্পানি।

আরও পড়ুন: ধামাকা অফার: পুরো 14000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা সহ Samsung এর 5G স্মার্টফোন

iQOO Z10 Lite 5G

প্রসেসর হিসেবে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে MediaTek Dimensity 6300 5G চিপসেট থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানি।

ফটোগ্রাফির ক্ষেত্রে কোম্পানির তরফে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে 50 মেগাপিক্সেল এর Sony AI মেইন ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এর সাথো 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হবে। ফ্রন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে। এছাড়া ফোনের সাথে AI ফিচার পাওয়া যাবে। যেখানে AI Erase, AI Photo Enhance, AI Document Mode মতো ফিচার দেওয়া হবে।

ডিসপ্লে হিসেবে আইকিউ জি১০ লাইট ৫জি ফোনে 6.74-ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকতে পারে। তবে এটি এখনও নিশ্চিত নয়। অপারেটিং সিস্টাম হিসেবে লেটেস্ট Android 15 এবং ফনটাচ ওএস 15 দেওয়া যেতে পারে। এটি একজন টিপস্টরের লিক থেকে জানা গেছে।

আইকিউ জি১০ লাইট ৫জি ফোনের ভারতে দাম কত হবে

দামের কথা বললে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে X এ টিপস্টার যোগেশ বরার ফোনের দাম সম্পর্কে জানিয়েছে। তার অনুযায়ী, আইকিউ জি১০ লাইট ৫জি ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM সহ 128GB এবং 256GB পর্যন্ত স্টোরেজে লঞ্চ হবে। এছাড়া আপকামিং ওপ্পো ফোনটি অফারের সাথে 10,000 টাকা কম হওয়ার কতা জানিয়েছে।

আরও পড়ুন: 6550mAh ব্যাটারি এবং 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ POCO স্মার্টফোনে দেদার ছাড়, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo