5999 টাকার কম দামে QLED Smart TV, এই সেলে মিলবে দেদার ছাড়, দেখে নিন সেরা টিভির তালিকা

5999 টাকার কম দামে QLED Smart TV, এই সেলে মিলবে দেদার ছাড়, দেখে নিন সেরা টিভির তালিকা

Smart TV কেনার কথা ভাবছেন তাও আবার কম দামে, তবে এই অপেক্ষা শেষ হবে। সেলে একাধিক কোম্পানির টিভি সস্তা দামে পাওয়া যাচ্ছে। লিস্টে QLED TV ও রয়েছে যা অফারের পর 5999 টাকার কমে পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কিছু সেরা স্মার্ট টিভি ডিল সম্পর্কে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Thomson Alpha QLED 24 inch QLED HD Ready Smart Linux TV 2025 Edition

থমসন কোম্পানির এই টিভি ফ্লিপকার্ট সেলে 5999 টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক এবং অফারের সুবিধা নিয়ে এই টিভির দাম আরও কমে যাবে। এই টিভিতে 24 ইঞ্চির QLED ডিসপ্লে রয়েছে। এটি লিনক্স টিভি ওএস এ কাজ করে। এতে 24W এর সাউন্ড আউটপুট পাওয়া যাবে। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে একাধিক বিকল্প দেওয়া।

আরও পড়ুন: Vodafone Idea এর সেরা রিচার্জ প্ল্যান, 100 টাকার কমে দামে মিলবে আনলিমিটেড কলিং, ডেটা

Grab QLED smart tv under rs 6000 deals on Amazon Prime day 2025

MOTOROLA 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition with Dolby Audio

এই টিভি ফ্লিপকার্টে 9799 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক এবং অফারের আওতায় এই টিভির দাম আরও কমে যেতে পারে। এতে 20W সাউন্ট আউটপুট সহ 32-ইঞ্চি কিউএলইডি এইচডি রেডি ডিসপ্লে রয়েছে। এটি ডলবি অডিও অফার করে।

Foxsky 32 inch QLED HD Ready Smart Google TV with Dolby Audio 2024

ফক্সস্কাই কোম্পানির 32 ইঞ্চি এই টিভি ফ্লিপকার্ট সাইটে 7499 টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক এবং বাকি অফারে এই টিভির দাম আরও কমে যেতে পারে। এই টিভি QLED ডিসপ্লে প্যানেলে তৈরি। এটি গুগল টিভি ওএস এ কাজ করে। সাথে রয়েছে 30W সাউন্ড আউটপুট। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে একাধিক বিকল্প পাওয়া যাবে।

realme TechLife CineSonic 32 Inch QLED HD Ready Smart Google TV 2025 Edition

রিয়েলমি কোম্পানির টিভি ফ্লিপকার্ট সাইটে 8,999 টাকা। অফারের আওতায় এটি আরও কম দামে কেনা যাবে। এতে 32 ইঞ্চির QLED ডিসপ্লে দেওয়া। এটি গুগল টিভি ওএস এ কাজ করে। এতে 20W এর সাউন্ড আউটপুট দেওয়া।

আরও পড়ুন: মাত্র 6399 টাকার শুরুর দামে Kodak লঞ্চ করল QLED Smart TV, সস্তা টিভিতেও চলবে JioHotstar সহ YouTube

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo