বক্স টিভির বদলে ক্রমে ফ্ল্যাট LED, LCD টিভি জায়গা করে নিয়েছে মধ্যবিত্তের জীবনে গত কয়েক বছরে এই টিভির আমূল পরিবর্তন হয়েছে। টিভির সঙ্গে জুড়ে গিয়েছে ইন্টারনেট, তাই কেবল কানেকশনের উপর আর নির্ভর করে না টিভি দেখা। এখন সরাসরি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করে টিভিতে নানান কনটেন্ট দেখা যায়।
Survey
✅ Thank you for completing the survey!
আপনারও যদি এর মধ্যে পুরনো টিভি বদলে নতুন টিভি নেওয়ার পরিকল্পনা থাকে তাও পুজোর আগেই তাহলে এখন ঘরে বসেই সেই সুযোগ পেয়ে যাবেন। ভারতের বিখ্যাত ই-কমার্স (E-Commerce) সাইট অ্যামাজন (Amazon) আপনাকে সেই সুযোগ দিচ্ছে। এখানে আপনি মাত্র 4,000 টাকা বা তার কমেই 32 ইঞ্চির টিভি কিনতে পারবেন। দারুন সব ডিসকাউন্ট সহ ব্যকের অফার এবং এক্সচেঞ্জ অফারও আছে। দেখে নিন কোন টিভির উপর পাবেন কত ছাড়!
বর্তমানে এই টিভির উপর রয়েছে 47% ছাড় আর আপনি এখন এই টিভি কিনতে পারবেন 6,899 টাকায়। অথচ এই টিভির আসল দাম হল 12,999 টাকা। EMI তেও আপনি এই টিভি কিনতে পারবেন, সঙ্গে আপনি যদি পুরনো টিভির সঙ্গে এক্সচেঞ্জ করে এই টিভি কেনেন তাহলে পাবেন আরও 3,260 টাকার ছাড়।
Compaq 32 inch HEUQ Series HD Ready LED TV CQW32HDNS
এই টিভির আসল দাম হল 15,999 টাকা। কিন্তু এখন অ্যামাজনে এই টিভির উপর মিলছে 56% ছাড়। তাই গ্রাহক এখন 6,999 টাকাতেই এই টিভি কিনতে পারবেন। অন্যদিকে রয়েছে EMI transaction এর সুবিধাও। 334 টাকা থেকে EMI শুরু হচ্ছে। আর যদি গ্রাহক এই টিভি এক্সচেঞ্জ অফারে কেনেন তাহলে তিনি পাবেন 3,260 টাকার ছাড়।
Westinghouse 32inch HD Ready LED TV WH32PL09
এই টিভিটির আসল দাম হল 15,999 টাকা, কিন্তু এখন আপনি 56% ছাড় পেয়ে যাবেন এই টিভির উপর। তাই মাত্র 6,999 টাকাতেই পাবেন এই টিভি। 334 টাকা থেকে এই টিভির মাসিক কিস্তি শুরু হচ্ছে। আর যদি এক্সচেঞ্জ অফারে এই টিভি কেনেন তাহলে পাবেন অতিরিক্ত 3,260 টাকার ছাড়। আর যদি অ্যামাজন পে ইউপিআই (Amazon Pay UPI) দিয়ে কেনেন তাহলে পাবেন 10% ক্যাশব্যাক।