HIGHLIGHTSAmazon Sale-এ 32 inch TV-তে পাওয়া ছাড়ের পর আপনি আরও সস্তা দামে Smart TV কিনতে পারবেন
Amazon India-তে 20 থেকে 23 জানুয়ারি পর্যন্ত Great Republic Day Sale চলবে
Amazon সেলে SBI ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন যার 15000 টাকা পর্যন্ত দাম
Amazon India-তে 20 থেকে 23 জানুয়ারি পর্যন্ত Great Republic Day Sale চলবে। সেলে প্রতিটি ক্যাটাগরি এবং প্রোডাক্টে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। আমরা সেলে চলাকালীন পাওয়া বেস্ট TV Deals আপনাদের জানাচ্ছি। 32 inch TV-তে পাওয়া ছাড়ের পর আপনি আরও সস্তা দামে এইটা কিনতে পারবেন। সেলে আপনি SBI ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন যার 15000 টাকা পর্যন্ত দাম। আসুন জেনে নেওয়া যাক সেরা TV ডিল সম্পর্কে...
Deal Price: Rs 12,999
TCL এর HD Ready TV 12,999 টাকায় কেনা যাবে। এটি 2020 মডেল কালো রঙে পাওয়া যাচ্ছে। এতে 32-ইঞ্চির স্ক্রিন রয়েছে। এই Smart TV-তে আপনি পাবেন 2 HDMI পোর্ট এবং 1 USB পোর্ট পাবেন। সেলে আপনি যদি SBI ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেন তবে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এখান থেকে কিনুন
Deal Price: 14,999
ওয়ানপ্লাস সংস্থার এই টিভি 2020 সালের মডেল, যা এই সেলে বিক্রি করা হচ্ছে। এইটা একটি 32 inch এর HD Ready LED Smart Android TV। এতে রয়েছে 2 HDMI পোর্ট যা সেট টপ বক্স থেকে কানেক্ট করা যাবে। এবং রয়েছে হার্ড ড্রাইভের সাথে কানেক্ট করার জন্য় থাকছে 2 USB ports। পাশাপাশি আপনি Blue Ray এবং Gaming Console-এও কানেক্ট করতে পারবেন। এর ডিসপ্লেতে একটি LED Panel দেওয়া হয়েছে। এছাড়া থাকছে 20W এর আউটপুট এবং ডলবি অডিও। এর ডিজাইন বেজেল লেস স্ক্রিন দেওয়া। এছাড়া এই টিভিতে আপনি OTT প্ল্যাটফর্ম যেমন Netflix, YouTube, Prime video-র মজা নিতে পারবেন। এই টিভির আসল দাম 19,999 টাকা, তবে সেলে আপনি 5000 টাকার ছাড়ে 14,999 টাকায় কিনতে পাবেন। সেল চলাকালীন আপনি যদি SBI কার্ড থেকে পেমেন্ট করেন তবে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। কিনতে হলে এখানে ক্লিক করুন
32-ইঞ্চির এই Mi TV 4A PRO অ্যামাজন সেলে ভাল কম দামে বিক্রি করা হচ্ছে। সেল চলাকালীন আপনি যদি SBI কার্ড থেকে পেমেন্ট করেন তবে আপনি 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। কানেক্টিভিটির জন্য 3 HDMI পোর্ট এবং 2 USB পোর্ট দেওয়া। এটি অ্যান্ড্রয়েড 9 এ কাজ করে। কিনতে হলে এখানে ক্লিক করুন
Deal Price: Rs 14,490
Vu সংস্থার এই TV সেলে 14,490 টাকায় পাওয়া যাচ্ছে। এটি SBI ক্রেডিট কার্ড থেকে কিনলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া আপনি যদি Amazon অ্যাকাউন্ট থেকে প্রথম অর্ডার করে থাকেন তবে আপনি ফ্রি ডেলিভারির অপশন পাবেন। এর পাশাপাশি নো-কোস্ট EMI বিকল্প থাকছে। কানেক্টিভিটির জন্য 2 HDMI পোর্ট এবং 2 USB পোর্ট দেওয়া। কিনতে হলে এখানে ক্লিক করুন
Deal Price: Rs 14,449
Toshiba-র এই টিভি 14,449 টাকায় পাওয়া যাচ্ছে। এই 2020 সালের মডেলটি কালো রঙে কেনা যাবে। SBI কার্ড থেকে এই স্মার্ট TV কেনার ক্ষেত্রে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন, যা 1500 টাকা পর্যন্ত পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য টিভিতে 2 HDMI পোর্ট এবং 2 USB পোর্ট রয়েছে। কিনতে হলে এখানে ক্লিক করুন
হট ডিলস
ভিউ অলDigit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.