এবার এল ভোডাফোনের 4G VoLTE পরিষেবা, কলকাতায় কবে?

HIGHLIGHTS

গুজরাটে ভোডাফোনের 4G VoLTE পরিষেবা শুরু হয়ে গিয়েছে

এবার এল ভোডাফোনের 4G VoLTE পরিষেবা, কলকাতায় কবে?

রিলায়েন্স জিও ভারতীয় টেলিকম কোম্পানিতে পদার্পণের সঙ্গে সঙ্গই ভারতে শুরু হয়ে গেছে 4G VoLTE পরিষেবা। আর জিওর সঙ্গে টিকে থাকার জন্য অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও তাদের এই পরিষেবা নিয়ে আসছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

শুধু তাই নয় জিও আসার পর থেকেই টেলিকম দুনিয়ার শুরু হয় নিজেদের গ্রাহক নিজেদের কাছে ধরে রাখার অলিখিত এক যুদ্ধ। আর তাই প্রায় সমস্ত টেলিকম কোম্পানি গুলিই নিজেদের গ্রাহকদের নিজেদের সঙ্গে যুক্ত রাখার জন্য একের পর এক কম দামের অফার নিয়ে আসতে থাকে।

আর এবার ভোডাফোন গত বছরের করা ঘোষনা অনুসারে ভারতে তাদের 4G VoLTE পরিষেবা নিয়ে এসেছে। কথা মতন এই পরিষেবা তারা গুজরাট দিয়ে শুরু করেছে।

এবার এই পরিষেবা গুজরাটের পাশাপাশি মুম্বই, দিল্লি, গুজরাট, কর্নাটক এবং কলকাতাতেও শুরু করতে চলেছে ভোডাফোন।

তাই বলা যায় যে এবার তবে কলকাতাও আর কিছু সময়ের মধ্যেই পাবে ভোডাফোনের 4G VoLTE পরিষেবা। তবে এখন দেখার যে ভোডাফোন কবে থেকে কলকাতায় তাদের এই পরিষেবা শুরু করতে চলেছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo