জিওর প্ল্যানকে প্রতিযোগিতায় ফেলতে নতুন একটি প্ল্যান নিয়ে হাজির ঘল ভোডাফোন

HIGHLIGHTS

198 টাকার নতুন প্ল্যান নিয়ে এল ভোডাফোন, এই প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে

জিওর প্ল্যানকে প্রতিযোগিতায় ফেলতে নতুন একটি প্ল্যান নিয়ে হাজির ঘল ভোডাফোন

সম্প্রতি জিও তাদের নতুন দুটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে একটি 199 টাকার ও অন্যটি 299 টাকার প্ল্যান। আর এবার আরও একবার জিওর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ভোডাফোন ও তাদের নতুন একটি প্ল্যান নিয়ে হাজির হল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভোডাফোনের এই প্ল্যানটির দাম 198 টাকা। আর এই প্ল্যানটি জিওর ডাটা প্ল্যানের মতন একই রকমের বেনিফিট দেয়।এই প্ল্যানে বর্তমান ভোডাফোন গ্রাহকরা 198 টাকাতে প্রতিদিন 1GB টাকা পাচ্ছে। আর এর সঙ্গে এই বান্ডেল কল অফারে প্রতিদিন 100টি এসএমএস পাওয়া যাচ্ছে।

আর এর সঙ্গে ভোডাফোনের নতুন গ্রাহকরা 229 টাকাতে একই সুবিধা পাবে। ভোডাফোনের এই প্ল্যানটিও জিওর প্ল্যানের মতন ২৮ দিনের জন্য বৈধ হবে।

আর শুধু এই নয় ভোডাফোনের এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড লোকাল আর এসটিডি প্ল্যানের সুযোগও পাবে। আর এই সুযোগর সুবিধা তারা রোমিং এ থাকলেও পাবে।

সোর্সঃ  

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo