ভোডাফোন একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, 56 দিন অব্দি প্রতিদিন 1GB ডাটা দেবে

HIGHLIGHTS

এই প্ল্যানটির দাম 299টাকা আর এটি একটি প্রিপেড প্ল্যান

ভোডাফোন একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, 56 দিন অব্দি প্রতিদিন 1GB ডাটা দেবে

ভোডাফোন টেলিকম মার্কেটে একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের দাম 299 টাকা আর এর সব থেকে ভাল ব্যাপার যে কোম্পানি এই প্ল্যানটিতে 56 দিনের বৈধতা দিচ্ছে। আর এর মনে যে এটি একটি লম্বা সময়ের জন্য বৈধ থাকবে। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দীর্ঘদিনের ভ্যালিডিটি ছাড়া কোম্পানি এতে প্রতিদিন 1GB ডাটা দিচ্ছে। আর এর মানে এই যে এই প্ল্যানটিতে মোট 56GB ডাটা পাওয়া যাচ্ছে।

আর এর সঙ্গে কোম্পানি এই প্ল্যানটিতে আনলিমিটেড লোকাল আর STD কলিং এর সুবিধা দিচ্ছে। আর এর সঙ্গে প্রতিদিন 100টি এসএমএসও পাওয়া যাচ্ছে। তবে এতে প্রতিদিন শুধু 250 মিনিট ফ্রি কলিং করা যাবে।

Telecom Talk এর একটি রিপোর্ট অনুসারে আপাতত এই প্ল্যানটি শুধু মধ্য প্রদেশে ছত্তিশগর অঞ্চলের গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে। তবে আশা করা হচ্ছে যে এই প্ল্যানটি অন্ধ্র প্রদেশ আর তেলেঙ্গানাতেও খুব তাড়াতাড়ি আসবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo