ভোডাফোন নিয়ে এল একটি সস্তার ভয়েস আর ডাটা প্যাক, দাম মাত্র ৩৮ টাকা

HIGHLIGHTS

ভোডাফোনের এই নতুন প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ আর এই প্ল্যানটি বিশেষ ভাবে প্রিপেড গ্রাহকদের জন্য পাওয়া যাচ্ছে

ভোডাফোন নিয়ে এল একটি সস্তার ভয়েস আর ডাটা প্যাক, দাম মাত্র ৩৮ টাকা

ভোডাফোন ইন্ডিয়া একটি সস্তার ভয়েস আর ডাটা প্যাক নিয়ে এসেছে। এই প্ল্যানটি ভোডাফোন ছোটা চ্যাম্পনিয়ান নাম দিয়েছে। এই প্ল্যানটি ৩৮ টাকায় প্রিপেড গ্রাহকদের ১০০টি লোকাল আর STD কলিং মিনিট পাওয়া যাচ্ছে আর এর সঙ্গে ইউজার্সরা এই প্ল্যানে 100 MB 3G/4G ডাটা পাওয়া যাচ্ছে যা ২৮ দিনের জন্য বৈধ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভোডাফোন ছোটা চ্যাম্পিয়ান প্ল্যানটির বিষয়ে ভোডাফোন ইন্ডিয়ার কনজিউমার বিজনেস অ্যাসোসিয়েট ডাইরেক্টার উবনিশ খোসলা বলেছেন, “ভোডাফোন সবসময় নিজেদের গ্রাহকদের জন্য সস্তার আর আধুনিক পরিষেবা নিয়ে আসে। ভোডাফোন ছোটা চ্যাম্পিয়ানও আমাদের এই রাস্তারই একটি অংশ। এটি এই ধরনের প্রথম প্ল্যান গ্রাহকরা যাতে সারা মাস ধরে নিজেদের প্রিয় মানুষদের সঙ্গে যুক্ত থাকতে পারে”।

ভোডাফোনের এই প্ল্যানে গ্রহাকরা 100 MB’র ডাটা অফার করছে। আশা করা যায় যে আমাদের এই প্যাকটি গ্রহাকদের অনেক বেশি সংখ্যায় ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে সাহায্য করবে”।

মধ্য প্রদেশ, ছত্তিসগড়, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার গ্রাহকরা ৩৮ টাকায় ২৮ দিনের জন্য ১০০টি লোকাল আর STD কলিং মিনিট আর 200 MB’র ডাটার সুবিধা পাবে।

এই প্যাকটি ভোডাফোনের সমস্ত রিটেল আউটলেট, USSD কার্ড, ওয়েবসাইট আর মাই ভোডাফোন অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo