ভোডাফোন আর ফ্লিপকার্টের যৌথ উদ্যোগে Intex Aqua A4 আর Swipe Elite Star 4G ফোনটি মাত্র 999 টাকায় নিয়ে আসতে চায়

HIGHLIGHTS

এই লিস্টে থাকা অন্য স্মার্টফোন গুলি 3000 টাকার থেকে বেশি দামের, কিন্তু ক্রেতারা অধিকতম 2,000 টাকার ক্যাশব্যাকের সুবিধা নিতে পারবে

ভোডাফোন আর ফ্লিপকার্টের যৌথ উদ্যোগে Intex Aqua A4 আর Swipe Elite Star 4G ফোনটি মাত্র 999 টাকায় নিয়ে আসতে চায়

ভোডাফোন আর ফ্লিপকার্ট Intex Aqua A4 আর Swipe Elite Star 4G স্মার্টফোনটি 999 টাকার অ্যাক্টিভ দামে নিয়ে আসার জন্য পার্টনার্শিপের কথা ঘোষনা করেছে। এই পার্টনার্শিপের জন্য, ভোডাফোন এন্ট্রি লেভেল 4G স্মার্টফোনের মডেলকে সিলেক্টেড রেঞ্জে ফ্লিপকার্টে #মাই ফার্স্ট 4G স্মার্টফোন ক্যাম্পেনে ক্যাম্পেনে ক্যাশব্যাক অফারে নিয়ে আসছে। এই ফোনটি ফোন # মাই ফার্স্ট 4G স্মার্টফোন ক্যাম্পেনের অংশ, যার মধ্যে iVooMi Me4, Micromax Vdeo 2 ও আরও অন্যান্য ফোন আছে।  আজকে Flipkart রিপাব্লিকডে সেলে এই টিভি গুলি ৭০% অব্দি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ফ্লিপকার্টে পাওয়া যায় এমন কোন উপযুক্ত স্মার্টফোন কিনলে ভোডাফোনের সমস্ত বর্তমান আর নতুন প্রি-পেড গ্রাহকরা ক্যাশব্যাক অফারের সুবিধা নিতে পারবেন। এই অফারের সুবিধা নেওয়ার জন্য, গ্রাহককে 36 মাস অব্দি মাস অব্দি কম করে 150 টাকা প্রতি মাসে রিচার্জ করতে হবে। রিচার্জ যে কোন মূল্যের করা যেতে পারে, তবে প্রতিমাসে কম করে 150 টাকার রিচার্জ করতে হবে।

18 মাস শেষ হলে, গ্রাহকদের 900টাকার ক্যাশব্যাক পাবে আর পরের 18মাস পরে 1,100 টাকার ক্যাশব্যাক পাবে আর যাতে গ্রাহকরা 2000টাকার ক্যাশব্যাক পাবে। ক্যাশব্যাক ইউজার্সদের ভোডাফোণের M-Pesa ওয়ালেটে ক্রেডিট হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo