Vodafone, 84GB ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং দিচ্ছে, দাম Rs 396

HIGHLIGHTS

Vodafone এর এই অফারে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাবে

Vodafone, 84GB ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং দিচ্ছে, দাম Rs 396

আপাতত ভারতীয় টেলিকম বাজারে একটা হুলুস্থুলু কান্ড পরে আছে। প্রতিদিনই কোন না কোন কোম্পানি নতুন অফার নিয়ে আসছে যাতে তারা অনেক বেশি ইউজার্সদের নিজেদের কাছে রাখতে পারে। এবার এই তালিকায় যোগ হল ভোডাফোন। আসলে Vodafone  এবার বাজারে একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone এর এই নতুন অফারে পাওয়া সুবিধার কথা এবার আপনাদের বলি। এতে ইউজার্সরা 84GB ডাটার সঙ্গে আনলিমিটেড কলের সুবিধাও পাবেন। কিন্তু এই অফারে প্রতিদিন 300 মিনিটের ক্যাপ হবে। ইউজাররা প্রতিদিন 1GB ডাটা পাবে। এই অফারে ইউজারদের Rs 396 দিতে হবে। তবে আপনাদের এও বলে রাখি যে এই অফারটি শুধু লিমিটেড পিরিয়েডের জন্য পাওয়া যাবে।

এই অফারের বিষয়ে আমরা Vodafone এর কাছ থেকে এসএমএসের মাধ্যমে জেনেছি। তাই এতাও বলা মুস্কিল যে এটি একটি ওপেন অফার না এটি শুধু কিছু বাছাই করা নম্বরের জন্য পাওয়া যাবে। তবে এই অফারটি ভোডাফোনের ওল্ড ইউজার্সরা পাচ্ছে।

যদি জিওর কথা বলি তবে, জিওও Rs 399 দামে 84 দিনের জন্য প্রতিদিন 1GB ডাটা দিচ্ছে। এতে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাচ্ছে। 

এল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo