ভোডাফোন দিল্লি সহ এই শহর গুলিতে শুরু করে দিল তাদের 4G VoLTE পরিষেবা, কলকাতাতে কবে শুরু হবে এই পরিষেবা

HIGHLIGHTS

ভোডাফোন তাদের 4G VoLTE পরিষেবা দিল্লি-এনসিআর, মুম্বাই আর গুজরাত সার্কেলে শুরু করে দিয়েছে

ভোডাফোন দিল্লি সহ এই শহর গুলিতে শুরু করে দিল তাদের 4G VoLTE পরিষেবা, কলকাতাতে কবে শুরু হবে এই পরিষেবা

ভোডাফোন দিল্লি-এনসিআর, মুম্বাই আর গুজরাত সার্কেলে তাদের 4G VoLTE পরিষেবা শুরু করে দিয়েছে। আর এবার এই শহর গুলির পরে ভোডাফোন কর্নাটক আর কলকাতা সার্কেলে তাদের 4G VoLTE পরিষেবা শুরু করবে। আর এর সঙ্গে কোম্পানি এও বলেছে যে আগামী কয়েক মাসের মধ্যে এই পরিষেবা সারা দেশে শুরু করে দেওয়া হবে। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভোডাফোনের 4G VoLTE পরিষেবার জন্য 4G স্মার্টফোন ব্যবহার করা যাবে। এই পরিষেবা ব্যবহার করার জন্য ইউজারদের সবার প্রথমে তাদের স্মার্টফোনে লেটেস্ট আইএসের আপগ্রেড দিতে হবে। আর এর জন্য ইউজার্সদের ভোডাফোনের 4G সিম নিজেদের 4G স্মার্টফোনে ইন্সটল করতে হবে।

যদি আপনার ফোনে ডুয়াল সিম থাকে তবে আপনি ভোডাফোনের সিমটি ডাটা স্লটে বা সিম স্লট 1 এ ইন্সটল করুন। আর এবার আপনার নেটওয়ার্ক মোড '4G/3G/2G (Auto)' তে করতে হবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo