এয়ারটেল (Airtel) এবং Vodafone Idea (Vi) দুটি কোম্পানি 79 টাকার দামে একটি প্ল্যান আসে, বলে দি যে কোন কোম্পানি আপনাকে এই প্ল্যানে বেশি সুবিধা দেয়। আসুন জেনে নেওয়া যাক কোম্পানির প্ল্যান সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক।
Survey
✅ Thank you for completing the survey!
AIRTEL 79 টাকার রিচার্জে কী সুবিধা মিলবে:
79 টাকার Airtel প্রিপেইড স্মার্ট রিচার্জ দ্বিগুণ ডেটার সাথে গ্রাহকদের 106 মিনট আউটগোয়িং কলের জন্য দেওয়া হবে। এতে ইউজাররা 64 টাকার টকটাইম, 200Mb ডেটা এবং 28 দিনের বৈধতা দেওয়া হবে। সংস্থা জানিয়েছে যে গ্রাহকরা ফোন করার জন্য চার গুণ সময় এবং দ্বিগুণ ডেটা পাবেন। আরও ভালো নেটওয়ার্কের জন্য এই পরিবর্তন করা হয়েছে। নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্সের বিষয়ে উদ্বিগ্ন না হয়েই এন্টি লেভেলের রিচার্জে এয়ারটেল গ্রাহকদের বেশি সময় ধরে ফোন ব্যবহার করতে পারবেন।
Vodafone Idea তার গ্রাহকদের 79 টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের। Airtel এর মতোই Vi এরও এই সস্তার প্ল্যানে মোট 200MB ডেটা অফার করা হয় গ্রাহকদের। এছাড়াও, এই Vi প্ল্যানে মোট 64 টাকার টকটাইম দেওয়া হয়।
Airtel সম্প্রতি সবথেকে কম দামি প্রিপেইড রিচার্জ 49 টাকার প্ল্যান বন্ধ করে দিয়ে নিয়ে এল 79 টাকার রিচার্জ প্ল্যান। এর পাশাপাশি, Vodafone Idea-ও তার 49 টাকার মোবাইল রিচার্জ বন্ধ করে দিয়েছে। যার পরে কোম্পানির সবথেকে সস্তা প্ল্যান থাকবে 79 টাকার। তবে Reliance Jio এবং BSNL এর কাছেও রয়ছে 100 টাকার কমে 75 টাকার রিচার্জ প্ল্যান।