রিলায়েন্স জিওফাইবার ব্রডব্যান্ড পরিষেবা মার্চের শেষে লঞ্চ হতে পারে

HIGHLIGHTS

আপাতত যে ইউজার্সরা টেস্টিং করছে তারা 100GB ফ্রি ডাটা প্রতি মাসে পেতে পারে, এই ডাটা জিওফাবার প্রিভিউ অফারে দেওয়া হচ্ছে

রিলায়েন্স জিওফাইবার ব্রডব্যান্ড পরিষেবা মার্চের শেষে লঞ্চ হতে পারে

রিলায়েন্স জিও খুব তাড়াতাড়ি বাজারে তাদের একটি নতুন পরিষেবা নিয়ে আসতে পারে। এটি জিওফাইবার পরিষেবা হতে পারে, বিগত বেশ কিছু সময় ধরে এই পরিষেবার বিষয়ে অনেক ধরনের খবর পাওয়া যাচ্ছে। আর একটি নতুন রিপোর্ট অনুসারে কোম্পানি তাদের এই পরিষেবা 2018 সালের মার্চ মাসের শেষের মধ্যে নিয়ে আসা হতে পারে। অ্যামাজনে মোটোরোলা ফোনের ওপর বিশেষ ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TelecomTalk এর একটি রিপোর্ট অনুসারে জিওফাইবার কোম্পানি অফিসিয়ালি আর কিছু দিনের মধ্যেই নিয়ে আসতে পারে। আপাতত কোম্পানি তাদের এই পরিষেবার টেস্টিং করছে। আর এখন যে সব ইউজার্সরা এই পরিষেবা টেস্টিং করছে তারা প্রতিমাসে 100GB ফ্রি ডাটার সুবিধা পাচ্ছে। এই ডাটা জিওফাইবার প্রিভিউ অফার হিসাবে দেওয়া হচ্ছে।

আপনাদের এটা বলে রাখি যে সম্প্রতি কোম্পানি তাদের অনেক প্রিপেড প্ল্যানের পরিবর্তন করেছে। কোম্পানি কিছু প্ল্যানের দাম 50টাকার ছাড় দিয়েছে আর কিছু দিনের পরে এই প্ল্যানে প্রতিদিন 500MB এক্সট্রা ডাটাও দিচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo