আরে বাহ! বন্ধ হল না Reliance Jio এর এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, 500 জিবি ডেটা সহ মিলবে আনলিমিটেড 5G
Reliance Jio নতুন বছর 2025 সালের উপলক্ষে New Year Welcome Plan 2025 লঞ্চ করেছিল
এটি একটি লিমিটেড পিরিয়াড রিচার্জ প্ল্যান হিসেবে আনা হয়েছিল, যা 31 জানুয়ারি 2025 পর্যন্ত পাওয়া যেত
এখন মনে হয় কোম্পানি গ্রাহকদের কথা মাথায় রেখে এই রিচার্জ প্ল্যানটি বন্ধ করবে না
Reliance Jio নতুন বছর 2025 সালের উপলক্ষে আনলিমিটেড 5G প্ল্যান লঞ্চ করেছিল। Jio New Year Welcome Plan এর দাম 2025 টাকা, যা 11 ডিসেম্বর 2024 এ বাজারে চালু করেছিল। এটি একটি লিমিটেড পিরিয়াড রিচার্জ প্ল্যান হিসেবে আনা হয়েছিল, যা 31 জানুয়ারি 2025 পর্যন্ত পাওয়া যেত। তবে এখন মনে হয় কোম্পানি গ্রাহকদের কথা মাথায় রেখে এই রিচার্জ প্ল্যানটি বন্ধ করবে না। তবে এটি নিশ্চিত বলা মুশকিল যে প্ল্যানটি একেবার বন্ধ হবে না নাকি কয়েকদিন পর্যন্ত পাওয়া যাবে।
2025 টাকার রিচার্জের কথা বললে, জিও এর তরফে এখনও কোনো অফিসিয়াল তথ্য আসেনি। তবে Digit Bangla এর তরফে জিও অ্যাপ এবং সাইটে এই রিচার্জ প্ল্যানটি স্পট করা হয়েছে। এখান থেকে জানা গেছে যে রিচার্জ প্ল্যানটি এখনও বন্ধ করা হয়নি। তবে এই রিচার্জ প্ল্যানে পাওয়া কিছু সুবিধা এখন এতে আর পাওয়া যাবে না।
আরও পড়ুন: 12GB পর্যন্ত RAM সহ Realme এর গেমিং স্মার্টফোনে দেদার ছাড়, 15 হাজার টাকার কম দামে কেনার সুযোগ
2025 টাকার Jio রিচার্জ প্ল্যানের সুবিধা কী কী
কোম্পানি এই রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি অফার করছে। এতে গ্রাহকরা 200 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং করতে পারবেন।
ডেটার ক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন, যা পুরো ভ্যালিডিটিতে মোট 500 জিবি ডেটা হচ্ছে।
এছাড়া গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে প্রতিদিন 100 SMS সুবিধাও পাবেন। সাথে থাকছে JioTV, JioCinema এবং JioCloud এর সাবস্ক্রিপশন।
আগে মিলত কুপন ভাউচার সহ একগুচ্ছ সুবিধা
ডেটা, ভয়েস কলিং এবং এসএমএস ছাড়া জিও নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যানে বিভিন্ন কুপন অফারও দেওয়া হত। গ্রাহকরা 500 টাকার Ajio কুপন দেওয়া হচ্ছিল। এছাড়া এতে Swiggy এর 499 টাকা বা তার চেয়ে 150 টাকা ভাউচার পাওয়া যেত। সাথে Easemytrip এর মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট থেকে করা ফ্লাইট বুকিংয়ে 1500 টাকার ছাড় দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: BSNL এর এই প্ল্যান আজকে নিলে সোজা মার্চ 2026 এ করাতে হবে রিচার্জ, ফ্রি কলিং এবং ডেটার টেনশন শেষ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile