12GB পর্যন্ত RAM সহ Realme এর গেমিং স্মার্টফোনে দেদার ছাড়, 15 হাজার টাকার কম দামে কেনার সুযোগ

HIGHLIGHTS

আমরা যেই ফোনের কথা বলছি সেটি হল নারজো সিরিজের realme Narzo 70 Turbo 5G

রিয়েলমি নারজো 70 টার্বো ফোনটি 12GB পর্যন্ত RAM সাপোর্ট করে

পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি নারজো 70 টার্বো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি অক্টাকোর প্রসেসরে কাজ করে

12GB পর্যন্ত RAM সহ Realme এর গেমিং স্মার্টফোনে দেদার ছাড়, 15 হাজার টাকার কম দামে কেনার সুযোগ

বেশি RAM এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্মার্টফোন কিনতে চান, রিয়েলমি এই ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। আমরা যেই ফোনের কথা বলছি সেটি হল নারজো সিরিজের realme Narzo 70 Turbo 5G ফোনের। ফোনে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। রিয়েলমি নারজো 70 টার্বো ফোনটি 12GB পর্যন্ত RAM সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক কত কত টাকা সস্তায় কেনা যাবে ফোনটি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

12GB RAM সহ realme Narzo 70 Turbo 5G ফোনের নতুন দাম কত

রিয়লমি কোম্পানির 12 জিবি RAM সহ রিয়েলমি নারজো 70 টার্বো ফোনটি ভারতে 20,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। এখন এই মোবাইলে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে যার পরে ফোনের দাম কমে 18,999 টাকা হয় গেছে। একই 2000 টাকার ছাড় কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Amazon সাইটেও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: BSNL এর এই প্ল্যান আজকে নিলে সোজা মার্চ 2026 এ করাতে হবে রিচার্জ, ফ্রি কলিং এবং ডেটার টেনশন শেষ

Realme Narzo 70 Turbo 5G

রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনের তিনটি মডেলের নতুন দাম হল

  • 6GB RAM + 128GB = 14,999 টাকা
  • 8GB RAM + 128GB = 15,999 টাকা
  • 12GB RAM + 256GB = 18,999 টাকা

নারজো 70 টার্বো 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি 6.67-ইঞ্চির Full HD+ ডিসপ্লে রয়েছে। এটি OLED Esports স্ক্রিন যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এতে ডিসপ্লে 2000 নিটস ব্রাইটনেস সহ Rainwater Smart Touch মতো ফিচারও রয়েছে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি নারজো 70 টার্বো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি অক্টাকোর প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। এতে 50MP OV50D মেইন সেন্সর সাপোর্ট দেওয়া। এছাড়া 2MP পোট্রেট লেন্সও রয়েছে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে রিয়েলমি নারজো 70 টার্বো ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 45W ফাস্ট চার্জিং পাওয়া যাবে।

আরও পড়ুন: Vivo V50 লঞ্চের আগেই প্রকাশ হল ফোনের দাম, 6000mAh ব্যাটারি এবং 90W চার্জিং থাকবে সাথে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo