জিও 299 টাকার নতুন প্রিপেড প্ল্যানের কথা ঘোষনা করল

HIGHLIGHTS

এই প্রিপেড প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ

জিও 299 টাকার নতুন প্রিপেড প্ল্যানের কথা ঘোষনা করল

জিও তাদের প্রিপেড গ্রাহকদের জন্য এক্তিন্তুন প্ল্যান নিয়ে এসেছে। জিওর এই নতুন প্ল্যানটির দাম 299 টাকা। জিওর এই নতুন প্রিপেড প্ল্যান্টি তাদের জন্য আনা হয়েছে যাদের বেশি ডাটার দরকার হয়। এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 2GB 4G ডাটা পাচ্ছে। আর এর সঙ্গে ফ্রি লোকাল আর এসটিডি কল, টেক্সট আর জিও অ্যাপের সুবিধা পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ইউজার্সের জন্য জিও নতুন প্ল্যানটি 23 ডিসেম্বর থেকে পাওয়া যাচ্ছে। মানে ইউজার্সরা এই প্ল্যানের সুবিধা ওঠাতে পারবেন। আর এছাড়া জিও 199 টাকার প্রিপেড প্ল্যানের কথাও ঘোষনা করেছে।

এই প্রিপেড প্ল্যান গুলি নিয়ে আসা ছাড়া জিও এখন তাদের পুরনো গ্রাহকদের সমস্ত রিচার্জ অপশান আরও একবার নিয়ে এসেছে। তবে এর মধ্যে কিছু প্ল্যানের পরিবর্তন হয়েছে। আর এর মধ্যে 149, 399, 459, 499 আর 509 টাকার প্রিপেড ডাটা প্ল্যানও আছে। এই সমস্ত প্ল্যান এবার 64 Kbps এর বদলে 128 Kbps এর হাই স্পিড ডাটা অফার করছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo