BSNL য়ের নতুন এন্ট্রি লেভেল প্ল্যান এল, 27টাকার প্ল্যান এটি

HIGHLIGHTS

এই প্ল্যানে কোম্পানি আনলিমিটেড কল 300টি SMS আর 1GB ডাটা অফার করছে

BSNL য়ের নতুন এন্ট্রি লেভেল প্ল্যান এল, 27টাকার প্ল্যান এটি

BSNL তাদের নতুন সাপ্তাহিক প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে যার দাম 27 টাকা। BSNL য়ের এই নতুন এন্ট্রি লেভেল প্ল্যান 6 আগস্ট 2018 থেকে রিচার্জ করা যাবে আর এর সঙ্গে এই প্ল্যানটি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) য়ের সব সার্কেলেই বৈধ হবে। আর এই প্ল্যানটিতে কোম্পানি আনলিমিটেড ভয়েস কল 300টি SMS আর 1GB ডাটা অফার করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ইউজার্সরা এই আনলিমিটেড কলে কোন FUP লিমিট পাচ্ছেনা। আর এই ভয়েস কল ফিচার দিল্লি আর মুম্বাই সার্কেলের জন্য নয়।

ভয়েস কলিং পরিষেবা আর এই প্ল্যানে ইউজার্সরা 1GB 2G/3G ডাটা পাচ্ছে। BSNL তাদের 4G পরিষেবা লঞ্চ করেনি আর তাই BSNL ইউজার্সরা 3G স্পিডে ইন্টারনেট করতে পারবেন। আর এই প্ল্যানে ইউজার্সরা 300টি SMS পাবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo