RELIANCE JIO তাদের কিছু ট্যারিফ প্ল্যানের দাম বাড়াতে পারে?

HIGHLIGHTS

সম্প্রতি রিলায়েন্স জিও 300মিলিয়ান সাবস্ক্রাইবারের সংখ্যা পেরিয়েছে

আর এবার কোম্পানি একটি বড় সাবস্ক্রাইবার বেস পেয়েছে

আর আমরা যদি কোম্পানির অভিজ্ঞতার কথা বলি তবে 10 বিলিয়ান ডলার মানে 70,000 কোটি টাকার

RELIANCE JIO তাদের কিছু ট্যারিফ প্ল্যানের দাম বাড়াতে পারে?

আর এবার রিলায়েন্স জিও 300 মিলিয়ান সাবস্ক্রাইবারের সংখ্যা ছুয়েছে আর এয়ার আগে কোম্পানি এত বড় সংখ্যক সাবস্ক্রাইবার পায়নি। আর এবার কোম্পানির অভিজ্ঞতা প্রায় 10 বিলিয়ান ডলার মানে প্রায় 70,00 কোটি টাকা আর এর মধ্যে প্রায় 21.500 কোটির খরচ মাত্র FY 20 র চতুর্থ কোয়াটারে হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এবার এই দেখে ET র রিপোর্ট অনুসারে বলা হয়েছে যে আগামী দিনে রিলায়েন্স জিও তাদের ট্যারিফ প্ল্যান বাড়াতে পারে। আর এরকম করার কারন এই যে কোম্পানি তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ করতে চায়।

রিলায়েন্স জিও গিগা ফাইবার প্রায় 1600 শহরে এসেছে, আর এই পরিষেবার জন্য ল্যান্ডলাইনের সঙ্গে টিভি আর ব্রডব্যান্ড মিলিয়ে মোট 600 টাকা মান্থলি হিসাবে দিতে হবে। আর এর মানে এই যে এই তিনটি পরিষেবা এক সঙ্গে আপনারা মাত্র 600 টাকা প্রাথমিক দামে ব্যাবহার করতে পারবেন। আপনাদের বলে রাখি যে কোম্পানি তাদের Jio 4G নেটওয়ার্ক লঞ্চ করার সময়ে দাবি করেছিল যে, তারা এই রকমের কিছু করবে। আপনাদের বলে রাখি যে রিলায়েন্স জিও গিগাফাইবারে আপনারা ল্যান্ডলাইনের সঙ্গে টিভি আর ব্রডব্যান্ডের কম্বো পাবেন।

আর এছাড়া আপনারা এর মাধ্যমে প্রায় 40 টি ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আর এতে আপনারা কোম্পানির স্মার্ট হোম নেটওয়ার্কের মাধ্যমে করতে পারবেন যা আপনারা 1000 টাকা প্রতি ব্যাক্তি হিসাবে দিতে পারবেন।

রিলায়েন্স জিও গিগা ফাইবারের জন্য 4500 টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে

আমরা যদি মিন্টের একটি রিপোর্ট দেখি তবে দকেহা যাবে যে আপনারা দিল্লি আর মুম্বাইএর মতন শহরে এই পরিষেবার জন্য পায়লেট টেস্টিং শুরু করা হয়েছে, আর এছাড়া এও বলে রাখি যে এই  পরিষেবা আপনারা প্রায় 100GB ডাটা 100Mbps স্পিডের সঙ্গে পাবেন, আর এর জন্য আপনাদের কোন টাকা দিতে হবে না। আর সাবস্ক্রাইবারদের এর জন্য প্রায় 4500 টাকা র সিকিউরিটি ডিপোসিট দিতে হবে। এটি আপনাদের রাউটারের জন্য দিতে হবে আর আমরা যদি এই সময়ের রিলায়েন্স জিওর বিষয়ে ব লি তবে এই পরিষেবা আপনাদের ল্যান্ডলাইন আর টিভি পরিষেবার জন্য ব্রডব্যান্ডের মজা দেবে। আর এখন এই জায়গায় এই পরিষেবা পায়লট টেস্টিং ফেজে আছে। আর আগামী সময়ে খুব তাড়াতাড়ি এই পরিষেবা সম্পূর্ণ ভাবে শুরু হয়ে যাবে।

600টাকা থেকে শুরু হতে পারে রিলায়েন্স জিও গিগাফাইবারের পরিষেবা

এই ট্রিপেল কম্বো অফারের বিষয়ে আমরা যদি বলি তবে এই পরিষেবা আপনারা 600টি চ্যানেল,100mbps ব্রডব্যান্ড আর আনলিমিটেড ল্যান্ডলাইন পাবেন, আর এর সঙ্গে কম্বোতে মাত্র 600 টাকার প্রাথমিক দামে পাবেন। আর আপনারা যদি বৃদ্ধি পাওয়া টাকা অনুসারে প্ল্যান চান তবে আপনারা এই পরিষেবা বদলাতে পারবেন। আর 1000 টাকা পর্যন্ত যেতে পারে আর এর প্রাথমিক দাম শুরু হচ্ছে 600টাকা থেকে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo