রিলায়েন্স জিও টেলিকম সংস্থা ইউজারদের বিভিন্ন ভ্যালিডিটির একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানগুলির মধ্যে কয়েকটির ভ্যালিডিটি 3 মাস আবার কোনোটির 1 মাস। রিলায়েন্স জিও টেলিকম সংস্থার এমন কিছু প্ল্যানও রয়েছে যেগুলি কম টাকায় বেশ ভালো পরিমাণের ডেটা বেনিফিট অফার করে। আজ আমরা জিও কোম্পানির 84 দিনের ভ্যালিডিটি রয়েছে এমন একটি প্ল্যান নিয়ে আলোচনা করবে।
Survey
✅ Thank you for completing the survey!
এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও টেলিকম সংস্থা প্রত্যেকেই নিজেদের বেশিরভাগ তিন মাসের ভ্যালিডিটির প্ল্যানে 2GB করে ডেইলি ডেটা অফার করে থাকে। কিন্তু জিও ইউজারদের জন্য 84 দিনের ভ্যালিডিটির এমন একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে যাতে দেওয়া হচ্ছে প্রতিদিন 3GB ডেটা।সেইসঙ্গে রয়েছে একাধিক অ্যাডিশনাল অফার। এই প্ল্যান পাওয়া যাচ্ছে 999 টাকাতে। আসুন দেখে নেওয়া যাক জিও 999 টাকার প্ল্যানে কি কি বেনিফিট পাচ্ছেন ইউজারেরা।