Jio Rs 96 এ, 1GB ডাটা দিচ্ছে

HIGHLIGHTS

এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাচ্ছে

Jio Rs 96 এ, 1GB ডাটা দিচ্ছে

যেদিন থেকে Jio বাজারে তাদের 4G পরিষেবা নিয়ে এসেছে সেই দিন থেকে বাজারে হুলুস্থুলু পরে আছে। জিওর ফলে অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও বাজারে সস্তা প্ল্যান নিয়ে আসছে। অবশ্য প্রথম দিকে জিও তাদের 4G পরিষেবা ফ্রিতে ছিল। তবে এই বছরের এপ্রিল থেকে এই পরিষেবা টাকা দিয়ে ব্যবহার করতে হচ্ছে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৪ আগস্ট)

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের বলে রাখি যে কিছু দিন আগে জিও বাজারে তাদের বেশ কিছু সস্তা প্ল্যান নিয়ে এসেছিল। এখানে আমরা আজ আপনাদের এরকম একটি প্ল্যানের কথাই বলব। এতে প্রতিদিন 1GB 4G ডাটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং এর সুবিধাও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 7 দিনের।

এই প্ল্যানের সুবিধা শুধু Jio Prime Members রাই পাবেন। যদি ইউজার্স 1GB ডাটা এক দিনে ব্যবহার  করে নেয় তবে এর পরে সে মাত্র 128kbps এর স্পিড পাবে। এই প্ল্যানে জিও অ্যাপের ব্যবহার করা যাবে।

তবে আপনাদের এও বলে রাখি যে এখন Jio ই এমন একমাত্র কোম্পানি নয় যারা বাজারে সস্তা প্ল্যান আনে। এখন Airtel, Idea, Vodafoneও এখন প্রায় রোজই কোন না কোন সস্তার প্ল্যান নিয়ে হাজির হচ্ছে নিজেদের গ্রাহকদের জন্য।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৪ আগস্ট)

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo