Jio Phone এর বুকিং শুরু হল

HIGHLIGHTS

যারা Jio Phone এর প্রি বুকিং করছেন তারা 1সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে Jio Phone পাবে

Jio Phone এর বুকিং শুরু হল

JioPhone এর বুকিং অফিসিয়ালি 24 আগস্ট শুরু হবে। 24 আগস্ট থেকে এই ফোনটি অফলাইন আর অনলাইন দুটি জায়গায়ই বুক করা যাবে। তবে আমরা আপনাদের বলে রাখি যে দিল্লি-এনসিআরে কিছু অফলাইন রিটেলার JioPhone এর প্রি বুকিং শুরু করে দিয়েছে। এর মানে অসংখ্য লোক এর মধ্যেই এই ফোনটির বুকিং শুরু করতে পারে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৪ আগস্ট)

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

জিওফোন পাওয়া জন্য ডকুমেন্ট চাই

আপনিও যদি অন্যের আগে JioPhone এর প্রি-বুকিং করতে চান তবে আপনাকে ডকুমেন্ট দিতে হবে। এই ফোনটি প্রি বুকিং করার জন্য আপনাকে আধার কার্ডের কপি jIO রিটেলারের কাছে জমা দিতে হবে। একজন শুধু একটি Jio Phone  পাবে। এবার আপনাকে একটি টোকেন নম্বর দেওয়া হবে, যা আপনাকে আপনার ফোনটি নেওয়ার সময় দিতে হবে।

এইদিন Jio Phone পাওয়া যাবে

যারা Jio Phone এর প্রি বুকিং করছেন তারা 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে Jio Phone পাবে। এই যে প্রথমে আসবে সে প্রথমে পাবে এই হিসাবে দেওয়া হবে।

Jio Phone এর দাম

এমনিতে jio Phone ফ্রি, কিন্তু এর জন্য ইউজার্সদের Rs. 1500 সিকিউরিটি দিতে হবে। যা কোম্পানি 36 মাস পরে ফেরত দিয়ে দেবে।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৪ আগস্ট)

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo