জিও ফাইবার FTTH সার্ভিস জুন মাসে লঞ্চ হবে, কম করেও পাওয়া যাবে 100Mbps এর স্পিড: রিপোর্ট

HIGHLIGHTS

তবে জিও আগেই জানিয়ে দিয়েছে যে, তারা এই পরিষেবা এখন টেস্টিং করছে

জিও ফাইবার FTTH সার্ভিস জুন মাসে লঞ্চ হবে, কম করেও পাওয়া যাবে  100Mbps এর স্পিড: রিপোর্ট

রিলায়েন্স জিও যেদিন থেকে তাদের 4G পরিষেবা ভারতে নিয়ে এসেছে. সেদিন থেকেই ভারতীয় টেলিকম বাজারে হৈচৈ পরে গেছে. এবার Teleanalysis এর একটি রিপোর্ট অনুসারে, কোম্পানি এবার তাদের ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে এরকমই কিছু করতে চায়, আসা করা যায় যে তারা নিজেদের FTTH ডাটা সার্ভিসকে এবছরের জুন মাসে লঞ্চ করবে. এই রিপোর্টে বলা হয়েছে যে এতে কম করে 100Mbps এর স্পিড পাওয়া যাবে, যা বাজারে উপস্থিত সব থেকে ভাল পরিষেবার থেকে অনেক বেশি ভাল হবে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরো দেখুন: ভারতে Nokia 3310র দাম হবে Rs.3,899?

তবে এখনও অব্দি এটা জানা যায়নি যে, এই পরিষেবার জন্য কত টাকা দিতে হবে. তবে রিলায়েন্স জিও আগেই বলেছিল যে, তারা এই পরিষেবার টেস্টিং করছে. তবে এখন এই টেস্টিং কিছু নির্দিষ্ট জায়গায়ই করা হচ্ছে. কয়েক মাসের মধ্যেই কোম্পানি অন্য জায়গায়ও তাদের এই পরিষেবার টেস্টিং শুরু করবে. Teleanalysis এর দাবি যে, এই পরিষেবা বেশ সস্তা হবে আর এটি ভারতের ব্রডব্যান্ড পরিষেবাকে আরো বাড়িয়ে দেবে.

ডাটা পরিষেবা দেওয়ার সঙ্গে জিও আরো অনেক অপ্ট-ইন পরিষেবাও দেবে. তবে বলে রাখি যে, আমাদের টিমের একজন সদস্য মুম্বাইতে এই পরিষেবার সুবিধা পাচ্ছে, 100GB FUP এর সঙ্গে সে এই পরিষেবা পাচ্ছে.

আরো দেখুন: Jio তাদের প্রিপেড আর পোস্টপেড ইউজার্সদের জন্য নিয়ে এল নতুন প্ল্যান

আরো দেখুন: LG X Power 2, জুন মাসে কেনার জন্য পাওয়া যাবে

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo