এবার এসে গেল রিলায়েন্স জিওর ‘জিও ফুটবল অফার’, এই সুবিধা গুলি পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

জিও তাদের এই অফারে কিছু বাছাই করা স্মার্টফোন কেনার ওপরে নিজেদের এক্সিস্টিং আর নতুন ইউজার্সদের 2,200 টাকার ক্যাশব্যাক অফার করছে

এবার এসে গেল রিলায়েন্স জিওর ‘জিও ফুটবল অফার’, এই সুবিধা গুলি পাওয়া যাচ্ছে

রিলায়েন্স জিও তাদের নতুন আর এক্সিস্টিং ইউজার্সদের জন্য নতুন ‘জিও ফুটবল অফার’ নিয়ে এসেছে। এই অফারে জিও তাদের গ্রাহকদের 2200 টাকার ক্যাশব্যাক দিচ্ছে। এই অফারটি যদি আপনি পেতে চান তবে আপনাকে 31 মার্চ 2018 ‘র মধ্যে নিতে হবে। তবে এই অফারটি পেতে হলে ইউজার্সকে নীচের দেওয়া লিস্টের মধ্যে থেকে যে কোন ফোনে জিও সিম লাগাতে হবে আর এর পরে 198 টাকা বা 299 টাকার রিচার্জ 31 মার্চ 2018 সালের আগে করতে হবে। আজকের কিছু সেরা ফ্লিপকার্ট ফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সফল ভাবে রিচার্জ হলে ইউজার্সরা মাইজিও অ্যাকাউন্টে 44টি ভাউচার্সে পেয়ে যাবেন, এই ভাউচার্সটি 50 টাকা মূল্যের হবে। এই ভাইচার্স গুলি 198 টাকা বা 299 টাকা দামের রিচার্জ করলে একে একে করা যাবে। একটি রিচার্জে একটি ভাউচারই ব্যবহার করা যাবে।

তবে এটা খেয়াল রাখতে হবে যে, এই ভাউচার্স গুলির ব্যবহার 31 মে 2022 এর আগে করতে হবে। এই অফারটি এই সব ডিভাইসের ওপর পাওয়া যাচ্ছে। এই ডিভাইস গুলি অনলাইন আর অফলাইন দুটি জায়গা থেকেই কেনা যাবে। নীচে সেই সব ডিভাইসের লিস্ট দেওয়া হল যার ওপর এই অফারটি পাওয়া যাচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo