জিও নিয়ে এল একটি ক্যাশব্যাক অফার, পাওয়া যাচ্ছে 799 টাকা অব্দির ক্যাশব্যাক

HIGHLIGHTS

জিওর এই ক্যাশব্যাক অফারটি শুধু প্রিপেড নম্বরের জন্য পাওয়া যাচ্ছে, আর এটি শুধু তারাই পাবে যারা প্রাইম মেম্বারশিপ নিয়েছে

জিও নিয়ে এল একটি ক্যাশব্যাক অফার, পাওয়া যাচ্ছে 799 টাকা অব্দির ক্যাশব্যাক

আরও একবার জিও তাদের প্রাইম মেম্বারদের জন্য ক্যাশব্যাক অফার নিয়ে এল। জিওর এই অফারটি 398 টাকা বা তার থেকে বেশি দামের রিচার্জে পাওয়া যাচ্ছে। আর এর মাধ্যমে ইউজার্সরা 799 টাকার সুবিধা পাবে, যাতে রিচার্জ ভাউচার আর ওয়ালেট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। জিওর এই অফারটি 15 ফেব্রুয়ারি 2018 অব্দি পাওয়া যাবে। অ্যামাজনের 10,000টাকা দামের মধ্যে কিছু অসাধারন স্মার্টফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই অফারে এবার ইউজার্সরা 398 টাকা বা তার থেকে বেশি রিচার্জ 1 থেকে 15ফেব্রুয়ারির মাঝে করলে তারা সম্পূর্ণ  799 টাকা দামের সুবিধা পাবে।

এই অফারে 400 টাকা দামের ক্যাশব্যাল অফারের সুবিধা পাওয়া যাচ্ছে। তা 50 টাকা দামের মোট  8 তি ভাউচারে পাওয়া যাবে। আর এর সঙ্গে ইউজার্সরা 399 টাকার ক্যাশব্যাক ওয়ালেট পাওয়া যাচ্ছে।

এই ক্যাশব্যাকটি MobiKwik, Paytm, Amazon Pay, PhonePe, Freecharge আর Axis Pay ওয়ালেটের মধ্যে যে কোন একটিতে পাওয়া যাবে।

নোটঃ জিওর এই রিচার্জটি করার আগে নিয়ম আর শর্তাবলী ভাল করে জেনে নিন। আর এর সঙ্গে সম্পূর্ণ প্রক্রিয়াটি ভাল করে জেনে নিন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo