5G ট্রায়াল সামনের মাসে শুরু হবে

HIGHLIGHTS

সামনের মাসে 5G ট্রায়াল শুরু হবে

স্যামসাং, নোকিয়া আর এক্সিয়ন্স তিনটি ভেন্ডার

তিন মাসের জন্য লাইসেন্স পাওয়া যাবে

5G ট্রায়াল সামনের মাসে শুরু হবে

দীর্ঘদিনের অপেক্ষার পরে 2019 য়ের জুন মাসে দেশে 5G পরিষেবার ট্রায়াল শুরু হবে। টেলিকম মন্ত্রকের প্যানেল তিন মাসের জন্য কোম্পানির জন্য স্প্রেক্ট্রামে অনুমতি দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্রথমে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া আর রিলায়েন্স জিওর তিন মাসের জন্য 5G স্প্রেক্ট্রাম ট্রায়ালের সুযোগ পেয়েছে আর এর পরে দরকার হলে এক বছর পর্যন্ত এটি এক্সপেন্ড করা হবে।

সোর্স অনুসারে তিন জন ভেন্ডার প্যানেলের জন্য গ্রিন সিগন্যাল পেয়েছে আর এর মধ্যে স্যামসাং, নোকিয়া আর এরিক্সন আছে।

এই বিষয়ে বাকি ভাগাভাগি আগামী 15 দিনের মধ্যে হবে আর কোম্পানি জুন মাসে 5G ট্রায়াল শুরু করতে পারে। আর আগামী কয়েকদিনের মধ্যে নেটওয়ার্ক ট্রায়াল লাইসেন্স ইস্যু করা হবে।

ট্রায়ালের জন্য Jio, Samsung য়ের পার্টনার্শিপ করেছে আর নোকিয়া এয়ারটেলের সঙ্গে আর ভোডাফোন আইডিয়া এরিক্সনের সঙ্গে পার্টনার্শিপ করতে পারে। আর এখনও ডিপার্টমেন্ট অফ টেলিকম হুয়াওয়ের বিষয়ে কিছু জানায়নি যে কোম্পানি টেলিকম পরিষেবা কাদের সঙ্গে করতে পারে।

5G ট্রায়ালের পরে অক্টোবরে স্প্রেক্ট্রাম অকশান করা হবে আর সেখাএন কোম্পানি গুলি ভাল ভাবে কাজ করতে পারবে। দিল্লির কনাট প্লেস এই ট্রায়াল শুরু হবে আর প্রথমে লাইসেন্স তিন মাসের জন্য পাওয়া যাবে আর পরে তা এক্সটেন্ড করা হবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo