BSNL এর সস্তা প্ল্যানে কুপোকাত Jio Airtel, মাত্র 127 টাকার মাসিক খরচে এক বছর আনলিমিটেড কলিং এবং ডেটা

HIGHLIGHTS

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের বাজেট ফ্রেন্ডলি প্ল্যান অফার করে

এই প্ল্যানের দাম 1515 টাকা এবং 1499 টাকা

এতে এক বছর মানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়

BSNL এর সস্তা প্ল্যানে কুপোকাত Jio Airtel, মাত্র 127 টাকার মাসিক খরচে এক বছর আনলিমিটেড কলিং এবং ডেটা

প্রাইভেট টেলিকম কোম্পানি Jio, Airtel, Vodafone Idea দের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো পর থেকে BSNL গ্রাহকদের প্রথম পছন্দ হয় গেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) তার গ্রাহকদের বাজেট ফ্রেন্ডলি প্ল্যান অফার করে। এখন বিএসএনএল গ্রাহকদের জন্য দুটি দুর্দান্ত বার্ষিক প্রিপেইড প্ল্যান চালু করেছে। এতে কম দামে ডেটা, আনিলিমিটেড কলিং এবং প্রতিদিন SMS সুবিধা দেওয়া হয়। আসুন জেনে নেওয়া যাক এই প্রিপেইড প্ল্যানের দাম এবং সুবিধা সম্পর্কে।

কত দাম BSNL এর নতুন রিচার্জ প্ল্যানের

দামরে কথা বললে, এই প্ল্যানের দাম 1515 টাকা এবং 1499 টাকা। যার মাসিক খরচ হিবেসে 127 টাকা পরবে।

আরও পড়ুন: CMF Phone 2 Pro আজ হবে ভারতে লঞ্চ, থাকবে এই 5টি সেরা ফিচার, জানুন দাম কত হবে

BSNL annual Prepaid Plan

1515 টাকার BSNL প্ল্যান

সবার প্রথম বিএসএনএল প্ল্যানের কথা বললে, এটির দাম 1515 টাকা। এতে এক বছর মানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সাথে এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাওায়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। তবে এই প্ল্যানে কোনো OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে না তবে পুরো বছরে গ্রাহকরা মোট 720 জিবি ডেটা পাবেন।

মাসের হিসেবে মাত্র 127 টাকা খরচ

দেখা গেলে আপনি যদি এই 1515 টাকার প্ল্যানের হিসেব করেন তবে প্রতি মাসের খরচ হবে 127 টাকা কাছাকাছি। এই প্ল্যানে এক বছর পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি পাওয়া যাবে।

1499 টাকার বিএসএনএল এর প্ল্যান

এই প্ল্যানের দাম 1499 টাকা, এতে এক বছরের একটু কম 336 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে মোট 24 জিবি ডেটা অফার করা হয়। তবে এটি পুরো ভ্যালিডিটি পর্যন্ত পাওয়া যাবে। এটি একবারের ডেটা, যার মানে প্রতিদিন পাওয়া যাবে না। এতেও আনলিমিটেড কলিং অফার করা হয়। যার সাথে আপনি প্রতিদিন 100 SMS সুবিধা পাবেন।

আরও পড়ুন: 10 হাজারের বেশি টাকা সস্তায় কেনা যাবে 6000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন এই অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo