মাত্র 251 টাকার প্রিপেইড প্ল্যানে BSNL অফার করছে 70GB ডেটা, থাকছে আরও সুবিধা

HIGHLIGHTS

BSNL সংস্থা 'Work From Home' প্রিপেইড STV লঞ্চ করেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বাড়ি থেকে কাজ করা ইউজারদের জন্য তিনটি প্রিপেইড STV লঞ্চ করেছে

BSNL-এর 151 টাকার STV-তে 40GB ডেটা এবং 251 টাকার STV-তে 70GB ডেটা পাওয়া যায়। 151 টাকা এবং 251 টাকার প্রিপেইড STV-র ভ্যালিডিটি 28 দিনের

Airtel, Jio এবং Vodafone-Idea ছাড়াও BSNL 56 টাকা, 151 টাকা এবং 251 টাকার ডেটা প্যাক নিয়ে এসছে

মাত্র 251 টাকার প্রিপেইড প্ল্যানে BSNL অফার করছে 70GB ডেটা, থাকছে আরও সুবিধা

বেসরকারী টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিতে BSNL সংস্থা 'Work From Home' প্রিপেইড STV লঞ্চ করেছে। করোনার ভাইরাসের মহামারীর কারণে গত কয়েক মাসে দেশে ডেটা ব্যবহার বেড়েছে। গত কয়েক বছরে, বেসরকারী টেলিকম সংস্থাগুলি ডেটা-অনলি বন্ধ করে দিয়েছিল এবং প্রিপেইড প্ল্যানে দৈনিক ডেটার সুবিধা পাওয়া যাচ্ছিল। তবে এখন 'Work From Home' ক্যাটাগরিতে সংস্থাগুলি আবারও ডেটা প্ল্যান চালু করেছে। Airtel, Jio এবং Vodafone-Idea ছাড়াও BSNL 56 টাকা, 151 টাকা এবং 251 টাকার ডেটা প্যাক নিয়ে এসছে। BSNL-এর এই প্ল্যানে কী কী বিশেষ রয়েছে, আসুন জেনে নিন…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL এর ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) বাড়ি থেকে কাজ করা ইউজারদের জন্য তিনটি প্রিপেইড STV লঞ্চ করেছে। তবে এই তিনটি প্যাকে শুধু ডেটা পাওয়া যাবে এবং ভয়েস কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাবেনা। কথা যদি বলি 56 টাকার STV সম্পর্কে, তবে মোট 10GB ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে। এই প্যাকের মেয়াদ 10 দিনের।

এর পাশাপাশি, 151 টাকার STV-তে 40GB ডেটা এবং 251 টাকার STV-তে 70GB ডেটা পাওয়া যায়। 151 টাকা এবং 251 টাকার প্রিপেইড STV-র ভ্যালিডিটি 28 দিনের। বিশেষ কথা হল যে সরকারী টেলিকম সংস্থা STV-তে এই 'ওয়ার্ক ফর্ম হোম' প্যাকের সাথে Zing Music অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া ঘোষনা করেছে।

Airtel, Jio এবং Vi STV -র তুলনা যদি করি তবে রিলায়েন্স জিও 151 টাকা, 201 টাকা এবং 251 টাকায় ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান অফার করে। এই প্যাকগুলি যথাক্রমে 30GB, 40GB এবং 50GB ডেটা পাওয়া যায়। তবে এয়ারটেলের কাছে 251 টাকার প্রিপেইড ডেটা প্যাক রয়েছে যার মধ্যে 50GB ডেটা সুবিধা পাওয়া যায়। তবে Vi (ভোডাফোন-আইডিয়া)-র কাছে 351 টাকার প্রিপেইড প্ল্যানও রয়েছে যা 100GB ডেটা অফার করে।

BSNL-এর 251 টাকার প্ল্যানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তুলনায় বেশি ডেটা পাওয়া যাচ্ছে। কেরালায় এবং অন্যান্য সার্কেলে বিএসএনএলের কাছে 4G নেটওয়ার্ক রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo