BSNL নিয়ে এল 1198 টাকায় 1 বছরের প্রিপেইড প্ল্যান, 439 টাকায় আনলিমিটেড ভয়েস কল, দেখুন

HIGHLIGHTS

BSNL নিয়ে এল এক বছরের জন্য 1,198 টাকার প্রিপেইড প্ল্যান

439 টাকার প্ল্যানে মিলবে আনলিমিটেড কলের সুবিধা

তবে মাস শেষ হলে বেঁচে যাওয়া সুবিধা আর পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হবে না

BSNL নিয়ে এল 1198 টাকায় 1 বছরের প্রিপেইড প্ল্যান, 439 টাকায় আনলিমিটেড ভয়েস কল, দেখুন

দীপাবলিতে BSNL এর তরফে তাদের গ্রাহকদের জন্য আনা হল বেশ কিছু দুর্দান্ত প্ল্যান। এই প্ল্যানগুলো আনা হয়েছে প্রিপেইড গ্রাহকদের জন্য। BSNL দীপাবলি অফার মিলছে দুটো প্ল্যানেট উপর। এই প্ল্যান দুটি হল 1,198 টাকা এবং 439 টাকার। এই দুটি প্ল্যানেই গ্রাহকরা পাবেন দুর্দান্ত অফার। একাধিক সুবিধা মিলবে এই দুটি প্ল্যানে। অতিরিক্ত কিছু সুবিধা মিলবে এই দুটি প্ল্যানে। 1,198 টাকার প্ল্যানটি হচ্ছে এক বছরের জন্য। অন্যদিকে 439টাকার প্ল্যানটি হচ্ছে 3 মাসের জন্য। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এছাড়াও এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে যে তারা দুটি বিনোদন এবং গেমিং ভাউচার এনেছে। এই ভাউচার দুটির দাম হল 269 টাকা এবং 769 টাকা। 

BSNL 1,198 টাকার প্ল্যান

এই প্ল্যানটির বৈধতা হচ্ছে এক বছর বা 365 দিন। এই প্ল্যানে প্রতি মাসে মিলবে 3 GB ডেটা, 300মিনিট আনলিমিটেড ভয়েস কলের সুবিধা এবং রোজ 30টা করে মেসেজ পাঠানোর সুবিধা তাও বিনামূল্যে। এই সুবিধাগুলো প্রতি মাসের জন্য পাওয়া যাবে। মাস ফুরালে আগের মাসের বেঁচে যাওয়া কলিং টাইম বা ডেটা ক্যারি ফরওয়ার্ড হবে না এক্ষেত্রে। 

BSNL 439 টাকার প্ল্যান

এই প্ল্যানের বৈধতা হচ্ছে 3 মাস বা 90 দিন। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা এবং মোট 300টি ফ্রি মেসেজ পাঠানোর সুযোগ। এই প্ল্যানে কোনও ফ্রি ডেটা মিলবে না। 

BSNL diwali offer 2022

এই প্ল্যান দুটি ছাড়াও গ্রাহকরা পাচ্ছেন দুটি ভাউচার বিনোদন এবং গেমিং এর জন্য। 269 টাকার ভাউচারের বৈধতা হচ্ছে 30দিন, যেখানে মিলবে রোজ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা, 2 GB ফ্রি ডেটা, 100 টা ফ্রি মেসেজ এবং একাধিক বিনোদনের সুযোগ। অন্যদিকে 769টাকার প্ল্যানে সমস্ত সুবিধাই এক হবে শুধু প্ল্যানেট বৈধতা মিলবে 3 মাসের জন্য।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo