HIGHLIGHTS
এই প্ল্যানটির দাম 299 টাকা আর এই প্ল্যানটি একটি 3G প্ল্যান হিসাবে নিয়ে এসছে BSNL
আমরা স্বীকার করি বা না করি ভারতীয় টেলিকমের এই নিত্যনতুন অফার বন্যার আসল কারন কিন্তু সেই জিওই। ভারতের বাজারে যবে থেকে জিওর আগমন তবে থেকেই ভারতের টেলিকম বাজারে একতা আলাদা প্রাভব পরেছে।
Surveyআর আজকাল প্রায়ই সব টেলিকম কোম্পানি গুলিই কোন না কোন নতুন নতুন টেলিকম অফার নিয়ে আসে। আর এই সব নতুন অফার আনার ক্ষেত্রে এখন ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL ও নিজেকে ইঁদুর দৌড়ের বাজারে একজন সেরা প্রতিযোগী করে নিয়ে এসেছে।
আর এবার আরও একটি নতুন অফার নিয়ে এসেছে BSNL যদিও এবারের অফারটি তাদের পোস্টপেড প্রাহকদের জন্য। এই অফারটির মূল্য 299 টাকা।
BSNL য়ের এই পোস্টপেড প্ল্যানটি 299 টাকায় এসেছে। আর এই প্ল্যানটিতে 31GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে এতে 100টী SMS ও পাওয়া যাচ্ছে।
তবে এই প্ল্যানটিতে এয়ারটেল বা ভোডাফোনের প্ল্যানের মতন রোল ওভারের সুবিধা দেওয়া হয়নি।
এই প্ল্যানটি একটি 3G প্ল্যান কারন সারা দেশে শুধু কেরালাতেই 4G পরিষেবা দিয়েছে BSNL।