BSNL Recharge Plan: বিএসএনএল কোম্পানির গ্রাহক সংখ্যা হটাৎ অনেকটা কমে গেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের গ্রাহকদের আকৃ্ষ্ট করতে 54 দিনের রিচার্জ প্ল্যান চালু করেছে। এতে কম দামে আনলিমিটেড কলিং, ডেটা এবং ফ্রি SMS মতো সুবিধা পাওয়া যাবে। এছাড়া বিএসএনএল তার প্রতিটি মোবাইল প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে BiTV এক্সেস দিচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
54 দিনের BSNL এর সস্তা রিচার্জ প্ল্যান
বিএসএনএল তার X (টুইটার) সাইটে 54 দিনের নতুন রিচার্জ প্ল্যানের সম্পর্কে জানিয়েছে। টেলিকম কোম্পানির এই প্ল্যান মাত্র 347 টাকা দামে আসে। এই প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, এতে পুরো ভারতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে।
Get more for less with BSNL’s ₹347 plan! Enjoy unlimited calls, 2GB high-speed data per day, 100 SMS daily, and a massive 54-day validity. Stay connected and powered up!
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা দিচ্ছে। সেই হিসেবে গ্রাহকরা মোট 108GB ডেটা পাওয়া যাবে। সাথে এতে গ্রাহকরা প্রতিদিন 100 ফ্রি SMS পাবেন। বিএসএনএল তার নতুন প্ল্যানে 54 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
বিএসএনএল সম্প্রতি 75,000 নতুন 4G মোবাইল টাওয়ার লাগিয়েছে। বিএসএনএল চলতি বছর পুরো ভারতে তার 4জি সার্ভিস লঞ্চ করবে। পাশাপাশি, কোম্পানি 5G নেটওয়ার্কের টেস্টিং করার প্রস্তুতি নিচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile