30 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, মিলবে 60 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং
সস্তা রিচার্জ প্ল্যানের কথা হলেই BSNL এর নাম সবার প্রথম আসে। গত বছর Jio এবং Airtel এর তরফে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল। যার পরে প্রাইভেট কোম্পানির গ্রাহকরা বিএসএনএল সিমে পোর্ট করিয়ে নেয়। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের কথা মাথায় রেখে কোম্পানি একের পর এক সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। এরই সাথে নতুন 215 টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে কী বিশেষ রয়েছে।
30 দিনের BSNL প্ল্যান
বিএসএনএল এর 215 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি সহ আনা হয়েছে। অন্যদিকে জিও এবং এয়ারটেল এর মাসিক প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ আসে। তবে বিএসএনএল এর 30 দিনের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। আপনি যদি কম খরচে 365 দিনের সস্তা বিএসএনএল প্ল্যান খুঁজছেন তবে এখানে ক্লিক করতে পারেন।
Talk, stream, play, and groove non-stop!
— BSNL India (@BSNLCorporate) January 11, 2025
Get unlimited calls, high-speed data, SMS, games, podcasts, and music—all for just ₹215.
Your all-in-one entertainment pass is just a recharge away!
#BSNLIndia #StayUnlimited #EntertainmentOnTheGo pic.twitter.com/XiF3MHKVud
আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে এল Samsung Galaxy S25 Series এর প্রাইস, জানুন কত দামে কেনা যাবে
215 টাকার রিচার্জ প্ল্যানে বিএসএনএল প্রতিদিন 2 জিবি ইন্টানের ডেটা অফার করছে। প্রতিদিন 2 জিবি ডেটা হিসেবে গ্রাহকরা পুরো প্ল্যানে মোট 60 জিবি ডেটা পাবেন। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
ডেটার পাশপাশি, গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এই পুরো ভ্যালিডিটিতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে। আনলিমিটেড কলিং সহ গ্রাহকরা প্রতিদিন 100 SMS ও পাবেন।
এখানেই শেষ নয়, 30 দিনের ভ্যালিডিটিতে games, podcasts এবং মিউজিক এর সুবিধা দিচ্ছে কোম্পানি। এছাড়া বিএসএনএল গ্রাহকরা Hardy Games, Challenger Arena Games, Gameon মতো মোবাইল গেম ও পাবেন।
আরও পড়ুন: 6000mAh, 8GB RAM সহ Realme 14 Pro 5G ভারতে লঞ্চ, কত দামে কেনা যাবে জেনে নিন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile