এয়ারটেল এর নতুন চমক : বিনামূল্যে ১২০ জিবি 4G ডেটা দিচ্ছে এয়ারটেল

এয়ারটেল এর নতুন চমক : বিনামূল্যে ১২০ জিবি 4G ডেটা দিচ্ছে এয়ারটেল
HIGHLIGHTS

এয়ারটেল বাজারে আনল ইনফিনিটি পোস্টপেড প্ল্যান৷ নতুন আইফোন ৭ বা আইফোন ৭ প্লাস কিনলে এয়ারটেল গ্রাহকরা প্রতি মাসে ১০ জিবি করে ৩G -৪G ডেটা পাবেন একেবারে বিনামূল্যে৷ তাও আবার এক বছরের জন্য৷

একেই বোধহয় বলে ওস্তাদের মার শেষ রাতে! রিলায়েন্স জিও-র সঙ্গে টক্কর দিতে এয়ারটেল বাজারে আনল ইনফিনিটি পোস্টপেড প্ল্যান৷ নতুন আইফোন ৭ বা আইফোন ৭ প্লাস কিনলে এয়ারটেল গ্রাহকরা প্রতি মাসে ১০ জিবি করে ৩G -৪G ডেটা পাবেন একেবারে বিনামূল্যে৷ তাও আবার এক বছরের জন্য৷ সবমিলিয়ে মোট ১২০ জিবি ডেটা গ্রাহকরা৷ এয়ারটেলের রিটেল স্টোর বা ওয়েবসাইট থেকে এই অফার মিলবে৷

আরও দেখুন : নকিয়ার অ্যান্ড্রয়েড P1 স্মার্টফোনে হবে QHD ডিসপ্লে এবং মেটাল বডি

ভারতী এয়ারটেলের ভারতের ডিরেক্টর অপারেশনস অজয় পুরি এক বিবৃতিতে জানিয়েছেন, আইফোনের মতো অসাধারণ ফোনে ইন্টারনেটের ভরপুর ফায়দা পেতে গ্রাহকদের জন্য এরকম একটি অফার নিয়ে আসা হয়েছে৷ শুধু তাই নয়, নয়া আইফোন কিনলে আনলিমিটেড ইন্টারনেট ও ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন গ্রাহকরা৷ ইনফিনিটি পোস্টপেড প্ল্যানে এয়ারটেলের গ্রাহকরা আনলিমিটেড লোকাল কলের সঙ্গে অপশনাল ফ্রি এসটিডি কল ও ফ্রি রোমিংয়েরও সুবিধা ভোগ করতে পাবেন৷ এখানেই শেষ নয়! এয়ারটেল গ্রাহকরা আইফোন কিনলে প্রতিদিন ১০০টি করে এসএমএস, Wynk Music ও Wynk Movies-এর অ্যাকসেসও পাবেন একেবারে বিনামূল্যে৷

সংস্থার দাবি, এটি একটি ফ্যামিলি প্ল্যান৷ পরিবারের একজন সদস্য এই অফার গ্রহণ করলে গোটা পরিবার তার লাভ ওঠাতে পারবে৷ ফ্লিপকার্ট, স্ন্যাপডিল ও পেটিএম-এর মতো ই-কমার্স সাইটও নয়া আইফোনের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা নিয়ে এসেছে৷ রয়েছে ক্যাশব্যাক ও দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও৷ ভারতে ৩২ জিবি আইফোন ৭-এর দাম শুরু হচ্ছে ৬০ হাজার টাকা থেকে৷

আরও দেখুন : এবার ফেসবুক মেসেঞ্জারেও সম্পূর্ণ নিরাপদে থাকবে মেসেজ,হবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট

আরও দেখুন : গুগল এর পিক্সেল ফোন হল লঞ্চ, ভারতে দাম হবে Rs. 57,000 থেকে শুরু

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo