HIGHLIGHTS
এয়ারটেলের এই অফারটি 28 দিনের জন্য বৈধ আর এতে মোট 56GB ডাটা পাওয়া যাচ্ছে
জিও আসার প্র থেকে অন্যান্য টেলিকম কোম্পানি গুলির জন্য প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে গেছে। তবে অন্যান্য টেলিকম কোম্পানি গুলিও এখন জিওকে প্রতিযোগিতায় ফেলতে বিভিন্ন অফার নিয়ে আসছে। আমরা আপনাদের এয়ারটেলের এরকম নতুন একটি অফারের কথা বলব যা ইউজার্সদের জন্য প্রতিদিন 1GB’র থেকে বেশি ডাটা ব্যবহার করতে পারবে।
Surveyএই সময় প্রতিদিন 1GB ডাটা দেয় এরকম বেশ কিছু অফার আছে, কিন্তু এয়ারটেলের ইউজার্সদের চিন্তা হওয়ার কিছু নেই কারন এয়ারটেল বেশি ডাটা ব্যবহার করে যে সমস্ত ইউজার্সরা তাদের জন্য একটি নতুন ভাল সস্তার অফার নিয়ে এসেছে।
এয়ারটেলের এই অফারের দাম 349 টাকা আর এতে ইউজার্সরা 28 দিনের বৈধতা পাবে। এর সঙ্গে এতে আনলিমিটেড লোকাল আর এস্টিডি কলিং এর সুবিধা পাবে। এই অফারে রোমিঙ্গের সময় ইনকামিং আর আউটগোয়িং কলের সুবিধা ফ্রিতে পাচ্ছে। আর এর সঙ্গে এই অফারে প্রতিদিন 100টি SMSও পাওয়া যাবে। এই অফারে প্রিতিদন 2GB ডাটা পাওয়া যাবে তবে ইউজার্সরা প্রতিদিন নিজেদের দরকার অনুসারে 1GB’র থেকে বেশি ডাটা ব্যবহার করতে পারবে।