এয়ারটেল 28 দিনের বৈধতার সঙ্গে নিয়ে এল 47 টাকার একটি প্ল্যান

এয়ারটেল 28 দিনের বৈধতার সঙ্গে নিয়ে এল 47 টাকার একটি প্ল্যান
HIGHLIGHTS

47 টাকার প্রিপেড প্ল্যানের জন্য কোম্পানি একটি ওপেন মার্কেট প্ল্যান হিসাবে নিয়ে এসেছে

ভারতী এয়ারটেল একটি সস্তার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে, যার দাম 47 টাকা। আর এয়ারটেলের এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ আর এটি ভয়েস কলিং, SMS আর ডাটা বেনিফিটের সঙ্গে এসেছে। আর এই প্ল্যানে কোম্পানি একটি ওপেন মার্কেট প্ল্যান হিসাবে নিয়ে এসেছে। এই প্ল্যানে ভোডাফোনের 47 টাকার প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতায় এসেছে। আর এয়ারটেলের এই প্ল্যানে ইউজার্সরা মোট 125 মিনিটের, 50টি SMS আর 500MB 2G/3G/4G ডাটা পাচ্ছে আর এটি 28 দিনের জন্য বৈধ।

আর এর সঙ্গে অন্যান্য টেলিকম অপারেটারের বিষয়ে আমরা যদি কথা বলি তবে আইডিয়া 75টাকার প্রিএপড প্ল্যানে ইউজার্সরা ন্যাশানাল রোমিংয়ে 300 মিনিট, 100টি  SMS আর 1GB 2G/3G/4G ডাটা পাচ্ছে আর এটি 28 দিনের জন্য বৈধ।

আর এছাড়া এয়ারটেল নিজেদের 99 টাকার প্রিপেড প্ল্যানও নিয়ে এসেছে যাতে ইউজার্সরা 2GB 2G/3G/4G ডাটা আনলিমিটেড ভয়েস কল ( কোণ FUP লিমিট ছাড়া) আর প্রতিদিন 100 টি SMS পাচ্ছে আর এই প্ল্যানটি 28 দিনের জনয় বৈধ। আর এটি একটি ওপেন মার্কেট প্ল্যান। এটি কিছু বাছাই করা ব্যাক্তিই পাবেন। আর এছাড়া জিওর 98 টাকার ওপেন মার্কেট প্ল্যান আছে যা আনলিমিটেড ভয়েস কল 2GB 4G ডাটা আর 300 টি SMS অফার করছে আর ভয়েস কলে কোন FUP লিমিট দেওয়া হয়নি আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo