এয়ারটেল তাদের 149 টাকা আর 399 টাকার প্ল্যানে পরিবর্তন করেছে, এবার কমল ডাট!

HIGHLIGHTS

এয়ারটেল প্রিপেড ইউজার্সরা এবার 149 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB আর 399টাকার প্ল্যানে 1.4GB ডাটা দেবে

এয়ারটেল তাদের 149 টাকা আর 399 টাকার প্ল্যানে পরিবর্তন করেছে, এবার কমল ডাট!

ভারতী এয়ারটেল তাদের 149 টাকার আর 399 টাকার প্রিপেড প্ল্যানে কিছু পরিবর্তন করেছে। এয়ারটেল এই প্ল্যানে ডাটা বেনিফিট কমিয়ে দিয়েছে। গত মাসে 149 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা অফার কিছু বাছাই ইউজার্সদের জন্য নিয়ে এসেছিল, আর সেখানে 399টাকার প্ল্যানে 2.4GB ডাটা প্রতিদিন অফার করেছি। এয়ারটেলের এই অফারের কিছু পরে জিও তাদের ডবল ধামাকা অফার নিয়ে এসছিল। যাতে প্রিপেড ইউজার্সরা 149 টাকার বেশি সমস্ত রিচার্জে প্রতিদিন 1.5GB ডাটা পাচ্ছিল। আর জিওর এই অফার 30 জুন 2018 তে শেষ হয়ে যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এবার এয়ারটেলের 149 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1Gb ডাটা, আনলিমিটেড কল আর প্রতিদিন 100টি SMS  পাওয়া যাচ্ছে যার বৈধতা 28 দিনের আর ভয়েস কলে কোন FUP লিমিট দেওয়া হয়নি। আর 399টাকার প্ল্যানে প্রতিদিন 1.4Gb ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর প্রতিদিন 100টি SMS পাওয়া যাবে আর এর বৈধতা 84 দিনের। আর 399 টাকার এই প্ল্যানে কিছু ইউজার্সরা 84 দিন থেকে 70 দিনের বৈধতা পাচ্ছে। আর ইউজার্সরা এই প্ল্যানের বৈধতা এয়ারটেল অ্যাপ বা এয়ারটেল ওয়েবসাইটে গিয়ে দখতে পারে।

শুধু প্রিপেডেই নয় এয়ারটেল তাদের পোস্টপেড প্ল্যানেও কিছু পরিবর্তন করেছে, এয়ারটেল এই বছরের প্রথমে 499,649,799আর 1,199 টাকার পোস্টপেড প্ল্যানে পরিবর্তন করেছি। এয়রটেল 649টাকার প্ল্যানে একমাসের জন্য 90GB ডাটা পাওয়া যায়, আর এছাড়া ইউজার্সরা অ্যাড-অন কানেকশান, রোমিংয়ে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি SMS এয়ারটেল সিকোয়্র য়ের ফ্রি সাবস্ক্রিপ শান। এয়ারটেল টিভি, ইউং মিউজিক আর এক বছরের অ্যামাজন প্রাইম মেম্বারশিপের মতন অফার পাচ্ছে। 499 টাকার মাই এয়ারটেল প্ল্যানে ইনফিনিটি পোস্টপেড প্ল্যানে 75GB ডাটা পাওয়া যাচ্ছে আর ইউজার্সরা 500GB পর্যন্ত ডাটা সেলওভারের সুবিধা দিচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo