HIGHLIGHTS
এবার 93টাকার প্ল্যানে 1GB 4G/3G ডাটার সঙ্গে আনলিমিটেড লোকাল আর STD কলের সঙ্গে 28 দিনের বৈধতা পাওয়া যাচ্ছে, আগে এই অফারে এই সব সুবিধা শুধু 10 দিনের ভ্যালিডিটির সঙ্গে পাওয়া যেত
এয়ারটেল তাদের 93 টাকা দামের প্রিপেড প্ল্যানে এবার একটি পরিবর্তন করেছে। এবার এই প্লায়নে আরও বেশিদিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে আর এটি 1GB 4G/3G ডাটা দিচ্ছে। আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে অ্যামাজনের এই ডিল গুলি দেখতে পারেন
Surveyএই অফারে ইউজার্সরা 1GB 4G/3G ডাটার সঙ্গে আনলিমিটেড লোকাল আর STD কলের সঙ্গে 28 দিনের বৈধতা পাবে। আপনি যদি এয়ারটেল গ্রাহক হন আর এই প্ল্যানটি রিচার্জ করতে চান তবে প্রথমে জেনে নিন যে আপনার সার্কেলে এই প্ল্যানটি পাওয়া যাচ্ছে কিনা। এয়ারটেল তাদের এই 93 টাকা দামের প্ল্যানটি গত বছর ডিসেম্বর মাসে লঞ্চ করেছিল। আগে এই প্ল্যানটি 10 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যেত।
এয়ারটেলের এই 93 টাকা দামের প্ল্যানের প্রতিযোগিতা রিলায়েন্স জিওর 98 টাকা দামের প্ল্যানের সঙ্গে হচ্ছে। জিওর এই প্ল্যানে এখন 2GB 4G ডাটা, ফ্রি লোকাল আর STD কলের সঙ্গে 300টি SMS আর জিও অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে।