HIGHLIGHTS
এমনিতে অ্যামাজনে এর দাম 3250 টাকা বলা হয়েছে
এয়ারটেল যেদিন থেকে বাজারে এসেছে সেই সময় থেকে বাজারে অন্য টেলিকম কোম্পানি গুলির জন্য সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, তাদের কাছে প্রধান সমস্যা এখন এটাই যে তারা কিভাবে তাদের ইউজার্সদের নিজেদের সঙ্গে রাখবে। কিন্তু বেশ কিছু কোম্পানি এখন জিওকে প্রতিযোগিতায় ফেলছে।
Surveyআর এবার এই জন্য এয়ারটেল তাদের 4G হটস্পটের দাম কমিয়ে দিয়েছে। এখন এটি মাত্র 999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এমনিতে অ্যামাজনে এর দাম 3250 টাকা বলা হয়েছে।
তবে আপনাদের এও বলেদি যে জিওর 4G হটস্পটও 999 টাকায় পাওয়া যায়।কোম্পানি গত পছ্র দিওয়ালীর সময় এর দাম অনেক কমিয়েছিল আর তারপর থেকে এখনও অব্দি এই ডিভাইসটি এই দামেই কিনতে পাওয়া যাচ্ছে।