Nokia, Xiaomi, HTC, Sony, LG আর অন্যান্যরা 2019 সালে 5G- স্মার্টফোন লঞ্চ করতে পারে

Nokia, Xiaomi, HTC, Sony, LG আর অন্যান্যরা 2019 সালে 5G- স্মার্টফোন লঞ্চ করতে পারে
HIGHLIGHTS

কোয়াল্কম জানিয়েছে যে 2019 সালে 5G ফোন নিয়ে আসার জন্য ভিভো, ওপ্পো সহ 18 OEMs পার্টনার্শিপ করেছে এই OEMকে 5G স্মার্টফোন কোম্পানির X50 5G মোডেমে চলবে

কোয়াল্কম সান ডিয়াগোতে অনুষ্ঠিত ’5G Day’ ইভেন্টে চিপ মেকার ঘোষনা করেছে যে 2019 সালে 5G ফন্স নিয়ে আসার জন্য 18 OEMs এর সঙ্গে পার্টনার্শিপ করেছে। এই OEM, 5G স্মার্টফোনের কোম্পানির X50 5G মোডেমে চলবে। এই পার্টনার্শিপে Sony, Nokia, Vivo, Asus, Oppo, HTC, LG আর ZTE আছে। আপনি ব্লুটুথ স্পিকার কেনার কথা ভাবলে এই ব্লুটুথ স্পিকার গুলি দেখতে পারেন
 
এ থেকে এটাই মনে হচ্ছে যে 2019 অব্দি 5G স্মার্টফোন নিয়ে আসার চেষ্টা করতে পারে, যা 1Gbps এর থেকে বেশি স্পিডের ডাটা সাপোর্ট করতে পারবে। কোয়াল্কমের X50 মোডেম ট্রায়াল করা হচ্ছে আর কোম্পানি এখন এটির পরীক্ষা করছে, আর এখন সারা বিশ্বের অপারেটিং এর মাধ্যমে টেস্ট করা হবে।
 
কোয়াল্কম আমেরিকাতে Verizon, AT & T আর স্প্রিন্ট সহ সারা বিশ্বের 18টি অপারেটিং কে অন্যান্য অপারেটিং ছাড়া পেয়েছে। আগের জেনারেশানের বিপরীত, 5G ডাটা স্পিডে একটা বড় জাম্প। অটোনোমাস হুইকাল আর IoT ডিভাইসের মাধ্যমে 5G চলবে।
 
AT&T আগেই ঘোষনা করেছিল যে তারা 2018 সালে আমেরিকাতে প্রথম 5G নেটওয়ার্ক লঞ্চ করবে। আর সেখানে স্প্রিন্টার  2019 সালের প্রথম দিকে 5G পরিষেবা লঞ্চ করবে। আর সেখানে ভারতের দূরসঞ্চার মন্ত্রক 2020 অব্দি 5G সেলআউট হওয়ার কথা ঘোষনা করেছে।

Digit.in
Logo
Digit.in
Logo