Yu Yunique 2 অ্যান্ড্রয়েড নৌগাট আর 13MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

Yu Yunique 2 অ্যান্ড্রয়েড নৌগাট আর 13MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি শ্যাম্পেন গোল্ড আর কোল ব্ল্যাক রঙে পাওয়া যাবে

Yu Yunique 2 ফোনটি আজ ভারতে লঞ্চ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম Rs. 5,999 রাখা হয়েছে। এই ফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে 27 জুলাই থেকে দুপুর 12 টায় সেলের জন্য পাওয়া যাবে। এই স্মার্টফোনটি শ্যাম্পেন গোল্ড আর কোল ব্ল্যাক রঙে সেলের জন্য পাওয়া যাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এই স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল। এটি গোরিলা গ্লাস 3 যুক্ত। এই ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 64GB অব্দি বাড়ানো সম্ভব। এটি 1.3 কোয়াড কোর MT6737 প্রসেসার আর মালী T720 GPU যুক্ত।

এই স্মার্ট ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আছে যা অটোফোকাস, জুম লেভেলঃ 4, মাল্টি শট আর LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5MP’র।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটি 22টি ভাষা সাপোর্ট করে। এটি একটি ডুয়াল সিমের ফোন। এই ফোনটিতে 4G VoLTE, মাইক্রো USB 2.0, USB হোস্ট এর মতন ফিচার্স আছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo