Yu Yunique 2 ফোনটির সেল ভারতে শুরু হয়ে গেছে

HIGHLIGHTS

Yu Yunique 2 গতকাল দুপুর ১২ টা থেকে অনলাইন শপিং পোর্টাল ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাচ্ছে

Yu Yunique 2 ফোনটির সেল  ভারতে শুরু হয়ে গেছে

Yu Yunique 2 স্মার্টফোনটি সম্প্রতি ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে এর দাম Rs. 5,999। আপনাদের বলে রাখি যে গতগাল দুপুর 12টা থেকে এই ফোনটি অনলাইন শপিং পোর্টাল ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে। এটি শ্যাম্পেন গোল্ড আর ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 5,999 টাকায় Yu Yunique 2 (Champagne, 16 GB) (2 GB RAM)

এই স্মার্টফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়ায় যাক। এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 1280×720 পিক্সাল। এটি গোরিলা গ্লাস 3 যুক্ত। এতে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 64GB অব্দি বাড়ানো যাবে। এটি 1.3 কোয়াড কোর MT6737 প্রসেসার আর মালী T720 GPU যুক্ত।

এই স্মার্টফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক এই ফোনটির রেয়ার ক্যামেরা 13MP’র যাতে অটো ফোকাস, জুম লেভেলঃ 4, মাল্টি শট আর LED ফ্ল্যাশ আছে। এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি ফোনটি 22টি ভাষা সাপোর্ট করে। এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন। এতে 4G VoLTE, মাইক্রো USB 2.0, USB হোস্টের মতন ফিচার্স আছে।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 5,999 টাকায় Yu Yunique 2 (Champagne, 16 GB) (2 GB RAM)

আরও ভাল ডিলস এখানে দেখুন

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo