Xolo Era 1X Pro লঞ্চ হয়ে গেল, দাম Rs. 5,888

HIGHLIGHTS

Xolo Era 1X Pro ফোনটি 2500mAh ব্যাটারি যুক্ত

Xolo Era 1X Pro লঞ্চ হয়ে গেল, দাম Rs. 5,888

Xolo Era 1X Pro স্মার্টফোনটি আজ ভারতে লঞ্চ হল, এই ফোনটির দাম Rs. 5,888 রাখা হয়েছে। এই ফোনটি শুধু স্ন্যাপডিলে পাওয়া যাচ্ছে। এই ফোনটির র‍্যাম 2GB আর ইন্টারনাল স্টোরেজ 16GB। যে স্টোরেজকে 32GB অব্দি এক্সপেন্ড করা যায়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও ভাল ডিলস এখানে দেখুন  

এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটিতে 8MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ফোনটি 2500mAh এর ব্যাটারি যুক্ত। এই ফোনে 1.5GHz কোয়াড কোর প্রসেসারও আছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 2G, 3G আর 4G VoLTE’র মতন ফিচার্স দেওয়া হয়েছে। এটি ব্ল্যাক আর গোল্ড রঙের অপশনে পাওয়া যাচ্ছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo