Mi হোম স্টোরে সাওমির বেশ কিছু মোবাইলের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

1 জানুয়ারি অব্দি এই সেল চলবে

Mi হোম স্টোরে সাওমির বেশ কিছু মোবাইলের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

সাওমি নম্বর 1 Mi সেলের ব্যবস্থা অনলাইনে করার পরে এবকার অফালাইনেও এই সেলের ব্যবস্থা করেছে। সাওমির এই সেলে স্মার্টফোন, অ্যাক্সেসারিজ আরও অন্যান্য স্মার্ট গ্যাজেটের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। দেশে থাকা সাওমির 15টি Mi হোম স্টোরে ডিল আর ডিস্কাউন্ট পাওয়া যাবে। এই সেলের সুযোগ আপনারা 1 জানুয়ারি অব্দি নিতে পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মোবাইল ফোনের ওপর সাওমি সেলের অফার

Mi হোম থেকে 1 Mi ফোনটির সেলে Xiaomi Mi A1 আর Mi Max 2  32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 12,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। সাধারনত এই ফোনটি 13,999 টাকায় কিনতে পাওয়া যায়। Mi Max 2 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 14,999 টাকা আর এই ডিভাইসটির আসল দাম 15,999 টাকা।

আর সেখানে Mi Mix 2 ফোনটি ডিস্কাউন্ট রেটে 32,999 টাকায় পাওয়া যাচ্ছে, আর এর আসল দাম 35,999 টাকা। আর এছাড়া Redmi Note 4 (4GB র‍্যাম) ভার্শানটি 10,999 টাকায় কিনতে পাওয়া যেতে পারে, আর এর আসল দাম অবশ্য 11,999 টাকা। Redmi 4 32GB ভেরিয়েন্টটি 8,499 টাকায় কেনা যাবে আর সেখানে এই ফোনটির আসল দাম 8,999টাকা। আর Redmi 4 64GB ভেরিয়েন্টটি আপনি 9,999 টাকায় কিনতে পারবেন এর আসল দাম 10,999 টাকা।

আপনি যদি সাওমির স্মার্টফোন কিনতে না চান তবে কোন চিন্তা নেই সাওমির দোকান থেকে তাদের অনেক অ্যাক্সেসারিজও ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পারা যাচ্ছে। Mi Router 3C 1,199 টাকার বদলে 999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এয়ারপিউরিফায়ার ফিল্টার এখানে 2,499 টাকার বদলে 1,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে Mi ইন ইয়ার হেডফোন ব্ল্যাক আর হোয়াইট কালারে 999 টাকার বদলে 899 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আর সেখানে Mi Wi-Fi রিপিটার 2 899 টাকার জায়গায় 699 টাকায় পাওয়া যাচ্ছে।

Redmi Note 4 এর জন্যও অ্যাক্সেসারিজ ডিস্কাউন্ট রেটে কিনতে পাওয়া যাচ্ছে। যেমন ফ্লিপ কেস, স্ক্রিন প্রোটেক্টার আর ব্লুটুথ স্পিকার। আপনি Mi এর টিসার্ট 449 টাকায় কিনতে পারবেন এর আসল দাম 549 টাকা। গত সপ্তাহে সাওমি Mi.com এর মাধ্যমে দু দিনের নম্বর 1 Mi ফোন সেলের ব্যবস্থা করেছিল, যার মধ্যে বিভিন্ন Mi আর রেডমি সিরিজ স্মার্টফোন আর পাও য়ারব্যাঙ্ক আর Mi ব্যান্ড ফিটনেস ব্যান্ডের ওপরও ডিস্কাউন্ট দিয়েছিল।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo