HIGHLIGHTS
ভারতে Redmi Note 5 ফোনটির 3GB র্যাম ভেরয়েন্টের দাম 9,999 টাকা আর এর 4GB র্যাম ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা রাখা হয়েছে
Xiaomi Redmi Note 5 ফোনটি আজকে ভারতে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটির 3GB র্যাম ভেরয়েন্টের দাম 9,999 টাকা আর এর 4GB র্যাম ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা রাখা হয়েছে। এগুলি হল ফ্লিপকার্টের সেরা বিক্রিত স্মার্টফোন
SurveyXiaomi Redmi Note 5 ফোনটির স্পেক্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.99-ইঞ্চির 18:9 ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের রেজিলিউশান 2160 x 1080 পিক্সাল। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে। একটি 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট আর অন্যটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.2 নৌগাটের ওপর নির্ভরশীল MIUI 9তে কাজ করে। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে।
Xiaomi Redmi Note 5 ফোনটিতে ক্যামেরা সেটআপ কেমন তা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আছে যা ডুয়াল LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস 8.05mm। আর এটি ৫টি রঙে পাওয়া যাবে- ব্ল্যাক, গোল্ড, ব্লু আর রোজ গোল্ড।