XIAOMI REDMI K30 PRO গিকবেঞ্চে দেখা গেছে

XIAOMI REDMI K30 PRO গিকবেঞ্চে দেখা গেছে
HIGHLIGHTS

Redmi K30 Pro স্ন্যাপড্র্যাগন 865 য়ের সঙ্গে আসবে

অ্যান্ড্রয়েড 10 নির্ভর ডিভাইস এটি

গত বছর শাওমি চিনে তাদের Redmi K30 5G আর 4G মডেল লঞ্চ করেছিল। আর এই ফোনটি প্রিমিয়াম মিড রেঞ্জ ভার্সানে 5G এনেবেল স্ন্যাপড্র্যাগন 765G চিপসেটের সঙ্গে আসবে। আর এই ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 730G SoC র সঙ্গে 4G ভার্সানে আসবে। Xiaomi Redmi K30 Pro এবার গিকবেঞ্চে দেখা গেছে।

GeekBench লিস্টিং থেকে জানা গেছে যে এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 চিপসেটের সঙ্গে আসবে আর এই ডিভাইসটি 8GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড 10 নির্ভর MIUI 11 য়ের সঙ্গে দেখা যাবে।

Redmi K30 Pro ফোনটিতে ডুয়াল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা থাকবে আর এই ফোনের ব্যাকে কোয়াড ক্যামেরা থাকবে। ফোনে একটি কার্ভড ডিসপ্লে ডিজাইন দেওয়া হবে। Redmi K30 ফোনে আপনারা LCD ডিসপ্লে পেয়েছিলেন যা এক দিকে সাউড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে এসেছিল। আর এবার আমরা আশা করছি যে পরবর্তী ফোনটিতে OLED ডিসপ্লে থাকবে। যা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেবে।

Redmi K30 ফোনে 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে যার রেজিলিউশান 1080×2400 পিক্সাল হবে আর এর রিফ্রেশ রেট 120Hz যা এর একটি বড় বৈশিষ্ট্য। আর স্ক্রিনের অ্যাস্পেক্ট রেশিও 20:9। Redmi K30 5G ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট পাবেন।

Redmi K30 ফোনটি 6GB র‍্যাম আর 8GB র‍্যাম অপশানে আসবে। আর 6GB র‍্যামের এই ফোনে আপনারা 64GB বা 128GB র ইন্টারনাল স্টোরেজ পাবেন যা 8GB র‍্যাম মডেলে 128GB আর 256GB মডেল আসবে। আর সব মডেলের স্টোরেজ মেমারি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 10 নির্ভর MIUI 11 য়ে কাজ করে আর এই ফোনে হাইব্রিড ডুয়াল সিম স্লট আছে।

ভায়াঃ

Digit.in
Logo
Digit.in
Logo