Xiaomi Mi Note 3 স্মার্টফোনটি 2017 সালের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে

HIGHLIGHTS

এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা-কোর প্রসেসার যুক্ত হতে পারে

Xiaomi Mi Note 3 স্মার্টফোনটি 2017 সালের তৃতীয় ভাগে লঞ্চ করা হতে পারে

আমরা জানি যে সাওমি Xiaomi Mi Note 2 এর নতুন ভেরিয়েন্টের ওপর কাজ করছে আর তাড়াতাড়িই বাজারে Xiaomi Mi Note 3 স্মার্টফোন আসতে চলেছে. এবার একটি টাটকা লিক অনুসারে জানা গেছে যে,2017 সালের তৃতীয় ভাগে এই নতুন ভার্শনটি আনা হতে পারে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর সঙ্গে খবর পাওয়া গেছে যে এতে OLED ডিসপ্লে থাকবে. এর সঙ্গে এই ফোন গুলির সঙ্গে কোম্পানি Mi মিক্স 2 কেও নিয়ে আসবে. গত বছরেও Xiaomi Mi Note 2 আর Xiaomi Mi Mix কেও এক সঙ্গে লঞ্চ করা হয়েছিল.

আরো দেখুন: Xiaomi Mi 6 মে মাসের শেষে ভারতে লঞ্চ হবে, এর দাম হবে Rs.26,999: রিপোর্ট

এর আগে সামনে আসা রিপোর্ট অনুসারে, Xiaomi Mi Note 3 তে কার্ভড ডিসপ্লে থাকবে, যেমন Mi Note 2 তে দেখা গেছে তেমনই. এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 64-বিট অক্টা-কোর প্রসেসার যুক্ত হবে. এর সঙ্গে এতে 8GB র্যাম আর 128GB/256GB র ইন্টারনাল স্টোরেজও থাকবে. এতে 5.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 4070mAh এর ব্যাটারি থাকবে. এর দাম $750 (Rs. 48,213) এর কাছে হতে পারে.

আরো দেখুন: BSNL খুব তাড়াতাড়ি আনবে তিনটি নতুন প্ল্যান, Rs. 399 দামের অফারে রোজ পাওয়া যাবে 3GB ডাটা

আরো দেখুন: Xiaomi Mi Mix 2, 4500mAh এর শক্তিশালী ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে

সোর্স:

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo