সাওমি Mi নোট 2 স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে আজ হতে পারে লঞ্চ

সাওমি Mi নোট 2 স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে আজ হতে পারে লঞ্চ
HIGHLIGHTS

লিক অনুযায়ী, সাওমি Mi নোট 2 তে 5.2 ইঞ্চি 2K সুপার অ্যামোলেড ডিসপ্লে 3D টাচ এর সঙ্গে উপস্থিত থাকবে.

স্মার্টফোন নির্মাতা সংস্থা সাওমি ২৫ অক্টোবর অর্থাত আজ বাজারে আনছে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi নোট 2৷ গত কয়েক সপ্তাহ ধরে অনলাইনে হ্যান্ডসেটটির নানা ফিচারস ফাঁস হয়েছে৷ অনুমান করা হচ্ছে, এই হ্যান্ডসেটের ডিসপ্লে হতে পারে কার্ভড বা ডুয়াল এজ৷ জল্পনা উস্কে দিয়েছে সম্প্রতি শাওমি-র একটি টুইট৷ সেখানে বলা হয়েছে, ‘কার্ভড টু ইমপ্রেস’৷ এর আগে স্যামসাং Galaxy S6 Edge ও Galaxy S7 Edge হ্যান্ডসেটে টু সাইডেড ডুয়াল কার্ভ ডিসপ্লে-র দেখা মিলেছে৷

আরও দেখুন : স্যামসাং দেশের বাজারে আনল গ্যালাক্সি On Nxt

আত্মপ্রকাশের আগেই অবশ্য অনলাইনে ফোনটির একাধিক ফিচার ফাঁস হয়ে গিয়েছে৷ সেই দাবি সত্যি হলে, Mi নোট 2 হ্যান্ডসেটের দুটি ভেরিয়েন্ট চিনের বাজারে আসছে৷ ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট মডেলটির দাম ভারতীয় মুদ্রায় পড়বে ২৭,৮০০ টাকা৷ ৬ জিবি ব়্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির দাম আনুমানিক ২৯,৮০০ টাকা৷

এবার আসা যাক হ্যান্ডসেটটির বিস্তারিত স্পেসিফিকেশনের প্রসঙ্গে! ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে-র নতুন হ্যান্ডসেটটির রেজোলিউশন ১৪৪০x২৫৬০ পিক্সেল৷ স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকবে প্রেসার সেনসিটিভ টেকনোলজি৷ এই বিশেষ প্রযুক্তিটির দেখা অবশ্য আগেই সাওমি Mi 5s মডেলে মিলেছে৷

শাওমির এই নতুন স্মার্টফোনের ক্যামেরা কিন্তু বেশ শক্তিশালী৷ সোনি-র ২৩ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাও সোনির, ৮ মেগাপিক্সেলের৷ ৪১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে মিলবে কুইক চার্জ টেকনোলজি৷ ফোর-জি সাপোর্টেড, ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট ছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ এখন চিনের বাজারে আত্মপ্রকাশ করলেও মডেলটি কবে ভারতে আসবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি৷

আরও দেখুন : LeEco ভারতে ডিসেম্বরে চালু করবে তার Le Pro3 এবং Le S3 স্মার্টফোন

আরও দেখুন : বাজারে আসলো ক্যামেরা সেন্ট্রিক ওপ্পো R9s এবং R9s প্লাস স্মার্টফোন

 

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo