Mi Mix 4 লঞ্চ, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, 512GB পর্যন্ত স্টোরেজ এবং শক্তিশালী প্রসেসর সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত জানুন

Mi Mix 4 লঞ্চ, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, 512GB পর্যন্ত স্টোরেজ এবং শক্তিশালী প্রসেসর সহ রয়েছে দুর্দান্ত ফিচার, দাম কত জানুন
HIGHLIGHTS

Xiaomi তার প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ শক্তিশালী স্মার্টফোন Mi Mix 4 লঞ্চ করে দিয়েছে

লেটেস্ট Mi Mix 4 ফোনটি নতুন ক্যামেরা টেকনোলজির সাথে লঞ্চ করেছে Xiaomi

Mi Mix 4 ফোনে 108 মেগাপিক্সেল প্রাইমারি HMX ক্যামেরা দেওয়া

Xiaomi Mi Mix 4 Price Specifications: মোবাইল নির্মাতা সংস্থা Xiaomi তার প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ শক্তিশালী স্মার্টফোন Mi Mix 4 লঞ্চ করে দিয়েছে। এই লেটেস্ট ফোনটি নতুন ক্যামেরা টেকনোলজির সাথে লঞ্চ করেছে Xiaomi, যা ডিসপ্লরে ভিতরে সামনের ক্যামেরাটি লুকিয়ে রাখে। কোম্পানি এর নাম দিয়েছে ক্যামেরা আন্ডার প্যানেল। গুরুত্বপূর্ণ ফিচার হল এই Mi Mix 4 ফোনে সংস্থা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক Mi Mix 4 এর দাম এবং সমস্ত ফিচার সম্পর্কে…

Mi Mix 4 Specifications

ডিসপ্লে: ফোনে 6.67-ইঞ্চির ফুল-এইচডি + (1080×2400 পিক্সেল) 10-বিট ট্রুকালার AMOLED স্ক্রিন রয়েছে। ফোনের আসপেক্ট রেশিও 20: 9 এবং রিফ্রেশ রেট 120 Hz। শুধু তাই নয়, ফোনে Dolby Vision এবং HDR10+ সাপোর্ট পাওয়া যাবে। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে।

প্রসেসর, RAM এবং স্টোরেজ: স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+++ প্রসেসর এর সাথে 12 জিবি পর্যন্ত LPDDR55 RAM থাকছে এবং 512 জিবি পর্যন্ত (UFS 3.1) স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট এর সাথে 108 মেগাপিক্সেল প্রাইমারি HMX ক্যামেরা, সাথে 50X জুম সাপোর্টের সাথে 13 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে, যা ক্যামেরা আন্ডার প্যানেল (CUP) টেকনোলজির সাথে আসবে, যার পিক্সেল ডেনসিটি 400 পিক্সেল প্রতি ইঞ্চি।

Mi Mix 4 Launch

সফটওয়্যার: ফোনটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক MIUI তে কাজ করে।

ব্যাটারি: শাওমির এই শক্তিশালী ফোনে 4500mAh ব্যাটারি রয়েছে যা 120W পর্যন্ত ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি: ফোনে রয়েছে 5G, Wi-Fi 6, 4G LTE, GPS, A-GPS, Bluetooth এবং USB Type-C পোর্ট। সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Mi Mix 4 price

ফোনটি সিরামিক হোয়াইট, সিরামিক ব্ল্যাক এবং অল-নিউ সিরামিক গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Mi Mix 4 এর 8GB RAM এবং 128GB ভেরিয়েন্টের দাম CNY 4999 (আনুমানিক 57,400 টাকা), পাশাপাশিই 8GB RAM এবং 256GB ভেরিয়েন্টের দাম CNY 5,299 (প্রায় 60,800 টাকা) রাখা হয়েছে।

একই সময়ে, 12GB RAM এবং 256GB ভেরিয়েন্টের দাম CNY 5799 (প্রায় 66,600 টাকা)। 12GB RAM সহ 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 6299 (আনুমানিক 72,300 টাকা) রাখা হয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo