Xiaomi Mi Max 2 আজ থেকে সেলের জন্য পাওয়া যাচ্ছে

Xiaomi Mi Max 2 আজ থেকে সেলের জন্য পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

Xiaomi Mi Max 2 ফোনটির সব থেকে বড় স্পেশালিটি এর 5300mAh ব্যাটারি

Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটির দাম Rs. 16,999 রাখা হয়েছে। এই স্মার্টফোনটি আজ সকাল 10টায় অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাচ্ছে।

আমেজান থেকে 16,999 টাকায় কিনুন Mi Max 2 (Black, 64 GB)

Xiaomi Mi Max 2 এর সবথেকে বড় স্পেশালিটি এর 5300mAh এর ব্যাটারি, কোম্পানি দাবি করেছে যে এটি দুদিন অব্দি ব্যাটারি ব্যাকআপ দেয়। এই ফোনটিতে কুইক চার্জ 3.0’র সাপোর্ট আছে। এটি এক ঘন্টায় 68% ব্যাটারি চার্জ করে।

Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমের MIUI8 এর ওপরে কাজ করে। এই ফোনটির ডিসপ্লে 6.44-ইঞ্চির ফুল HD ডিসপ্লে যার রেজিলিউশান 1920 x 1080 পিক্সাল। এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসারে কাআজ করে। এটি অ্যাড্রিনো  506 GPU যুক্ত। এতে 4GB র‍্যাম আর 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়।

এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা f/2.2 অ্যাপার্চারের সঙ্গে আছে। এর সনেগ এতে LED ফ্ল্যাশও আছে। এটি 5MP’ র ফ্রন্ট ক্যামেরা জুক আর এই ফোনটি 4G VoLTE ফিচার সাপোর্ট করে। 

আমেজান থেকে 16,999 টাকায় কিনুন Mi Max 2 (Black, 64 GB)

আরও ভাল ডিলস এখানে দেখুন

Digit.in
Logo
Digit.in
Logo