Xiaomi Mi 7 ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের বদলে iPhone X এর মতন ফেস আইডি ফিচার থাকবে

Xiaomi Mi 7 ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের বদলে iPhone X এর মতন ফেস আইডি ফিচার থাকবে
HIGHLIGHTS

রিপোর্ট অনুসারে Xiaomi Mi 7 ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের বদলে iPhone X এর মতন ফেসিয়াল স্ক্যানার সিস্টেমে থাকবে

রিপর্ট অনুসারে Xiaomi MI 7 ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের বদলে iPhone X এর মতন 3D ফেসিয়াল স্ক্যানিং সিস্টেম থাকবে। একটি নতুন রিপোর্টে সাওমির ফ্ল্যাগশিপ ডিভাইসের রিউমার্ড সেপ্সিফিকেশানের বিষয়ে কিছু জানা গেছে, আগের কিছু গুজবে বলা হয়েছিল যে এই ফোনটিতে আন্ডার –ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে।

MyDrivers এর রিপোর্ট অনুসারে সাওমি তাদের ফ্ল্যাগশিপ ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে 3D ফেসিয়াল প্রযুক্তির ব্যবহার করবে যা অনেকটাই অ্যাপেলের ফেস ID’র মতন।

এর আগে Synaptics ঘোষনা করেছিল যে এই ডিভাইসটিতে আন্ডার-দ্যা-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

GizChina’র আগের রিপোর্টে দেখানো রেন্ডারেও Mi 7 ফোনটির আন্ডার-দ্যা-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে দেখা গেছিল, কিন্তু নতুন রিপোর্ট দাবি করেছে যে সাওমি তাদের Mi 7 স্মার্টফোনটিতে এই প্রযুক্তি ব্যবহার করতে ইচ্ছুক নয়।

কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 এর ঘোষনা হওয়ার সময়ে সাওমির কো-ফাউন্ডার Lei Jun বলেছিলেন যে Mi 7 ফোনটিতে লিস্টেড চিপসেট নেই।

এছাড়া আরও কিছু গুজব অনুসারে এই ফোনটিতে এজ-টু-এজ বেজেল- লেস ডিসপ্লে থাকবে যা Mi Mix 2 ফোনটিতে আগেই দেখা গেছে। আর Mi 6 এর মতন এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সিস্টেম থাকবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo